ওদালগুড়িতে ১৯ বছরের কলেজ ছাত্ৰকে পিটিয়ে হত্যা

ওদালগুড়িতে ১৯ বছরের কলেজ ছাত্ৰকে পিটিয়ে হত্যা
Published on

টংলাঃ ওদালগুড়ি জেলায় টংলার শহরতলি এলাকায় মঙ্গলবার একদল দুষ্কৃতী ১৯ বছর বয়সী একটি কলেজ ছাত্ৰকে নৃশংসভাবে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরীক্ষা শেষ হওয়ার পর ছাত্ৰটি তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে পশ্চিম নলবাড়ি জেলায় নদী তীরে প্ৰমোদ ভ্ৰমণে গিয়েছিল। মৃত কলেজ ছাত্ৰটিকে মৃশাঙ্ক বসুমতারি নামে শনাক্ত করা হয়েছে। ছাত্ৰটি টংলা শহরের ৩নং ওয়ার্ডের বাবুপাড়ার বাসিন্দা।

সাত-আটজনের উন্মত্ত যুবকদের দলটি কোনও বিষয় নিয়ে কথা কাটাকাটির পর বাঁশের লাঠি দিয়ে তার ওপর আঘাত হানে। উন্মত্তদের আক্ৰমণে তার সঙ্গে থাকা বন্ধুটিও আহত হয়। প্ৰত্যক্ষদর্শীরা বলেছেন,উন্মত্ত যুবকের দলটি কলেজ ছাত্ৰটিকে নৃশংশভাবে পিটিয়েছে। মৃত ছাত্ৰটির মায়ের দাখিল করা এফআইআর-এর ভিত্তিতে টংলা পুলিশ শিব বোড়ো(১৮)এবং দীপঙ্কর দে(১৯)নামে দুজনকে আটক করেছে।

ওদালগুড়ির পুলিশ সুপার রাজবীর সিং সেন্টিনেলকে বলেন,দুটো গ্ৰুপের মধ্যে কোনও এটা বিষয় নিয়ে কাজিয়ার পরিণতিতে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে ইতিমধ্যেই শনাক্ত করেছে এবং খুব শিগগিরই তাদের গ্ৰেপ্তার করা হবে। পুলিশ ঘটনা সংক্ৰান্তে একটি মামলাও নথিভুক্ত করেছে। মারের চোটে মস্তিষ্কে রক্তক্ষরণের ফলেই ছাত্ৰটির মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্ৰ জানিয়েছে। আবসুর টংলা শাখা এবং বোড়ো পিপলস ফ্ৰন্টের ভেরগাঁও জেলা ব্লক হত্যাকান্ডে জড়িত অপরাধীদের অবিলম্বে গ্ৰেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার দাবি জানিয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com