ওরামের বিবৃতির কড়া সমালোচনা তাই আহোম সংস্থার

ওরামের বিবৃতির কড়া সমালোচনা তাই আহোম সংস্থার
Published on

গুয়াহাটিঃ রাজ্যের ছটি জনগোষ্ঠীকে তফশিলি উপজাতির মর্যাদার দাবি পূরণে ৪০ বছর সময় লেগেযাবে বলে উপজাতি বিষয়ক কেন্দ্ৰীয় মন্ত্ৰী জুয়েল ওরাম যে মন্তব্য করছেন তার তীব্ৰ নিন্দা করেছে তাই আহোম মহিলা পরিষদের কামরূপ মেট্ৰো জেলা কমিটি। ছয় জনগোষ্ঠী দীর্ঘদিন থেকে উপজাতির মর্যাদার দাবি জানিয়ে আসছে। কেন্দ্ৰীয় মন্ত্ৰী ওরামের মন্তব্যের কড়া সমালোচনা করে পরিষদের সভানেত্ৰী কল্পনা গগৈ এবং সাধারণ সম্পাদিকা জানমনি গগৈ বলেন,ওরামের এধরনের মন্তব্য দায়িত্ব জ্ঞানহীনতার পরিচায়ক।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com