করিমগঞ্জে টাকার লোভে মহিলার ওপর পাশবিক নির্যাতন

করিমগঞ্জে টাকার লোভে মহিলার ওপর পাশবিক নির্যাতন
Published on

টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে তার এক নগ্ন নজির তুলে ধরল করিমগঞ্জের মাগুয়া গ্ৰামের কতিপয় অর্থলিপ্সু গ্ৰামবাসী। টাকার লোভে ওই গ্ৰামের একজন মহিলার ওপর ছয় পাষণ্ড যে লজ্জাজনক আচরণ করেছে সেই ছবি সোসিয়েল মেডিয়ায় প্ৰকাশ হওয়ায় সভ্য সমাজে আলোড়নের সৃষ্টি হয়। নরপিশাচগুলি মহিলাটিকে বিবস্ত্ৰ করে তার গোপনাঙ্গে শুকনো লংকার গুড়ো ঢালতেও কসুর করেনি। কারণ তাদের চাই মহিলাটির অর্জিত টাকা। গত ১০ সেপ্টেম্বর মহিলাটির ওপর যৌন নিপীড়নও চালানোর অভিযোগ আছে। তবে এনিয়ে কোনও মামলা করা হয়নি।

মহিলাটি তার শ্বশুর ও দুই সন্তানকে নিয়ে ওই গ্ৰামে থাকেন। খবরে প্ৰকাশ,কিছুদিন আগে মহিলাটি প্ৰধানমন্ত্ৰী আবাস যোজনার অধীনে ৮৫ হাজার টাকা পান। টাকা পাওয়ার দিনই ছয় ব্যক্তি মহিলার বাড়িতে চড়াও হয়ে পুরো টাকা তাদের হাতে তুলে দিতে হুমকি দেয়। কিন্তু মহিলাটি কিছুতেই টাকা দেননি। তারা আরও হুমকি দেয় বিষয়টি পুলিশকে জানালে পরিণতি ভয়ঙ্কর হবে। ‘এব্যাপারে পুলিশকে নালিশ জানাতে আমি যখন থানায় যাচ্ছিলাম ওই সময় গ্ৰামবাসীরা আমাকে ঘিরে ধরে শারীরিকভাবে নিগৃহীত করা ছাড়াও গোপনাঙ্গে লংকার গুড়ো ঢেলে দেয়। কিছু লোক পুরো ঘটনার ভিডিও রেকর্ডিংও করে’-বলেছেন ভুক্তভোগী মহিলাটি। ঘটনা সংক্ৰান্তে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। ২০ সেপ্টেম্বর মহিলাটি করিমগঞ্জ আদালতে ন্যায় বিচারের আবেদন জানিয়েছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com