কলহি নদীতে ডুবে তিন কিশোরীর মৃত্যু

কলহি নদীতে ডুবে তিন কিশোরীর মৃত্যু
Published on

বকোঃ কামরূপ জেলার ছয়গাঁও পুলিশ থানায় অধীন ১নং জিয়াকুর গ্ৰামে সোমবার কলহি নদীতে স্নান করতে গিয়ে তিনটি কিশোরী ডুবে যায়। কিশোরী তিনটির নাম হলো প্ৰীতি কলিতা(১৪),মৌসুমী দাস(১৫)এবং রিনকি কলিতা(১৮)। মৌসুমী ও রিনকি জিয়াকুর গ্ৰামে কাকু জ্যোতিষ কলিতার বাড়িতে এসেছিল। সোমবার তারা জ্যোতিষ কলিতার মেয়ে প্ৰীতিকে সঙ্গে নিয়ে কলহি নদীতে স্নান করতে যায়। কিন্তু তিনটি কিশোরী নদীতে নেমে ডুবে যায়।

ছয়গাঁও থানার ওসি রূপম হাজরিকা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। দুটো এসডিআরএফ টিম নিয়ে নদীর বুকে শুরু হয় তল্লাশি অভি্যান। আধ ঘণ্টার মধ্যেই উদ্ধারকারীরা তিনটি কিশোরীর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন।

তিনি বলেন,মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য জিএমসিএইচয়ে পাঠানো হয়েছে। ছয়গাঁওয়ের বিধায়ক রেকিবুদ্দিন আহমেদ তিনটি কিশোরীর অকাল মৃত্যুতে গভীর দুঃখ প্ৰকাশ করেছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com