কামাখ্যা মন্দির প্ৰাঙ্গণে সাফাই অভিযান পাইপলাইন কর্মীদের

কামাখ্যা মন্দির প্ৰাঙ্গণে সাফাই অভিযান পাইপলাইন কর্মীদের
Published on

পাইপলাইন সার্ভিসের চিফ জেনারেল ম্যানেজার বিকে মিশ্ৰর নেতৃত্বে সিনিয়র কর্মকর্তা,অয়েলের ডাক্তার ও স্বীকৃতি ইউনিয়ন ওজিইইউ-র ৭৫জনের একটি দল কামাখ্যা মন্দির চত্বরে সাফাই অভিযান চালায়।বগলা মন্দির থেকে কামাখ্যা মন্দিরের ডিসপেনসারি,পার্কিংপ্লেস ও খেলার মাঠ ইত্যাদি থেকে সমস্ত প্লাস্টিক,আবর্জনা তুলে মন্দির প্ৰাঙ্গণ সাফসুতরো করেন তারা।স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবেই তাদের এই কর্মসূচি।কামাখ্যা ইতিমধ্যেই স্বচ্ছ দর্শনীয় স্থান হিসেবে চিহ্নিত হয়েছে।অয়েল মন্দিরের পরিকাঠামো উন্নয়নে ২৫কোটি টাকা বরাদ্দ করেছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com