‘কুইন’ প্ৰজাতির আনারসকে ত্ৰিপুরার রাজ্য ফল ঘোষণা করতে পারেন রাষ্ট্ৰপতি

‘কুইন’ প্ৰজাতির আনারসকে ত্ৰিপুরার রাজ্য ফল ঘোষণা করতে পারেন রাষ্ট্ৰপতি
Published on

আগরতলাঃ রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ বৃহস্পতিবার ত্ৰিপুরা সফরকালে ‘কুইন’ প্ৰজাতির আনারসকে ত্ৰিপুরার রাজ্য ফল হিসেবে ঘোষণা করতে পারেন।বুধবার সরকারি সূত্ৰে একথা জানানো হয়।মুখ্যমন্ত্ৰী বিপ্লব কুমার দেব রবিবার মিষ্টি ও রসালো এই আনারসের প্ৰথম কনসাইনমেণ্ট দুবাইয়ে রপ্তানির ফ্ল্যাগ অফ করেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com