গহপুরে বুরই নদীর ভাঙন রুদ্ৰরূপ নিয়েছে

গহপুরে বুরই নদীর ভাঙন রুদ্ৰরূপ নিয়েছে

Published on

বিশ্বনাথ জেলার গহপুর মহকুমার অধীন এলাকায় বুরই নদীর করাল ভাঙন রুদ্ৰরূপ ধারণ করেছে। নদীর পার ভাঙনে নিকটবর্তী এলাকার মানুষের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বহু পরিবারের ঘরবাড়ি ও কৃষি জমি গ্ৰাস করে নিয়েছে নদী। ভাঙনে ক্ষতিগ্ৰস্ত মানুষ আশ্ৰয় ও জমিজমা হারিয়ে হতবুদ্ধি হয়ে পড়েছেন। সরকারের সংশ্লিষ্ট বিভাগ ভাঙন রুখতে ইতিবাচক দিশায় পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ উঠেছে। নদীর উৎসে ব্যাপকহারে বালি ও পাথর তোলার ফলেই ডাউনস্ট্ৰিমে ভাঙন ভয়ঙ্কর রূপ নেয়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com