গুলিতে পুলিশ জওয়ানের মৃত্যুর তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্ৰী

গুলিতে পুলিশ জওয়ানের মৃত্যুর তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্ৰী
Published on

গুয়াহাটিঃ মহানগরীর খারঘুলি স্থিত মুখ্যমন্ত্ৰীর বাসভবনের ব্যারাকে থাকা পুলিশ জওয়ানের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার একদিন পরপরই মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল পুরো ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছেন। পুলিশ জওয়ান ল্যান্স নায়েক শুক্লেশ্বর কাথারের শরীর থেকে ছটি গুলি উদ্ধার করা হয়েছিল। কাথারের সার্ভিস রাইফেল একে৪৭ ব্যবহার করা হয়েছিল এই ঘটনার সময়। প্ৰাথমিকভাবে এটা আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও এর পিছনে অন্য কেউ জড়িত আছে কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তবে তদন্তে আসল সত্য বেরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।

গুয়াহাটির পুলিশ কমিশনার পিসি শালৈ সাংবাদিকদের বলেন,এটা আত্মহত্যা না কাথারের মৃত্যুর পিছনে অন্য কেউ জড়িত সেটা এই মুহূর্তে বলা শক্ত। সোমবার ময়না তদন্তের পর কাথারের মৃতদেহ শেষ কৃত্যের জন্য পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com