
গুয়াহাটিঃ আসছে ২৫ অক্টোবর থেকে গুয়াহাটিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্ৰ উৎসব। দ্বিতীয় গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্ৰ উৎসবে ৬০টি দেশের মোট ১০৮টি ছবি প্ৰদর্শন করা হবে। উৎসব চলবে ৩১ অক্টোবর অবধি। অসম,উত্তর পূর্বাঞ্চল এবং দেশের অন্যান্য রাজ্যের ছবিও প্ৰদর্শন করা হবে এই উৎসবে। পাঞ্জাবারির শ্ৰীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্ৰ এবং জ্যোতি চিত্ৰবন(ফিল্ম স্টুডিও)-এ চলবে ছবির উৎসব। চলচ্চিত্ৰ উৎসবের আয়োজন করছে জ্যোতি চিত্ৰবন(ফিল্ম স্টুডিও)সোসাইটি। উৎসব আয়োজনে সহযোগিতা করছে ভূপেন হাজরিকা রিজিওনাল গভর্নমেন্ট ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউড। সংস্কৃতি দপ্তরের মন্ত্ৰী নব কুমার দোলে রবিবার এখানে সাংবাদিকদের বলেন,গত বছর অনুষ্ঠিত প্ৰথম গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্ৰ উৎসব সফল হওয়ায় বিভাগ এবারও এই উৎসব আয়োজনের সিদ্ধান্ত নেয়।