গোলাঘাটে ইঞ্জিনিয়ারিং কলেজ উদ্বোধন করলেন সোনোয়াল

গোলাঘাটে ইঞ্জিনিয়ারিং কলেজ উদ্বোধন করলেন সোনোয়াল
Published on

গোলাঘাটঃ রাজ্যে কারিগরি শিক্ষা ব্যবস্থা চাঙ্গা করে তোলার লক্ষ্যে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনয়াল বুধবার গোলাঘাটের বগরিজানে ইঞ্জিনিয়ারিং কলেজ উদ্বোধন করেন। ১১০ বিঘা জমিতে মোট ৪৬.৬৮ কোটি টাকা ব্যয়ে এই কলেজ নির্মাণ করা হয়েছে। এই কলেজে সিভিল,মেকানিক্যাল এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিঙে পাঠদানের ব্যবস্থা থাকছে। ২০১৮ সালে ৯২ ছাত্ৰ নিয়ে কলেজে শিক্ষাদান ব্যবস্থা শুরু হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী সোনোয়াল বলেন,কলেজটি উদ্বোধন হওয়ায় গোলাঘাটে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনে স্থানীয় মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ হলো। তিনি কলেজের ছাত্ৰদের দক্ষ ও দায়িত্বশীল ইঞ্জিনিয়ার হয়ে সমাজের উন্নতিতে অবদান রাখার আহ্বান জানান।

মুখ্যমন্ত্ৰী আরও বলেন,প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির অধীনে কাবিনেট কমিটি অফ ইকনোমিক অ্যাফেয়ার্স নুমলিগড় শোধনাগারের উৎপাদন ক্ষমতা বর্তমানের বার্ষিক ৩ মিলিয়ন মেট্ৰিক টন থেকে ৯ মিলিয়ন মেট্ৰিক টনে বৃদ্ধি করতে ২২,৫৯৪ কোটি টাকা দেবার কথা ঘোষণা করেছে। এটা রাজ্যের ইঞ্জিনিয়ারদের সামনে একটা ইতিবাচক পরিবেশ সৃষ্টি করবে। এনআরএল থেকে পেট্ৰোলজাত সামগ্ৰী ভুটান,বাংলাদেশ ও নেপালে পাঠানো হবে-তিনি জানান।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com