গ্ৰামের সমস্যা না ঘুচলে রাজ্য এগোবে নাঃ মুখ্যমন্ত্ৰী

গ্ৰামের সমস্যা না ঘুচলে রাজ্য এগোবে নাঃ মুখ্যমন্ত্ৰী
Published on

নগাঁওঃ ‘একটা দেশ তখনই শক্তিশালী হবে যখন সেই দেশের গ্ৰামগঞ্জ এবং গ্ৰামীণ এলাকাগুলি উন্নত হবে’। শুক্ৰবার নগাঁও ও মরিগাঁও জেলার সীমান্তে থাকা কপাহের গ্ৰামে এক নির্বাচনী সভায় একথা বলেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল। সমাবেশে তিনি আরও বলেন,গ্ৰামগঞ্জের সমস্যা ঘোচাতে না পারলে রাজ্য এবং সেই সঙ্গে গোটা দেশ কখনোই উন্নত হতে পারবে না। সেই জন্যই রাজ্যের সম্পূর্ণ পঞ্চায়েত রাজ ব্যবস্থা দুর্নীতিমুক্ত হওয়া প্ৰয়োজন। সমাবেশে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্ৰী বলেন,অসম দীর্ঘদিন পিছিয়ে থাকতে পারে না। বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের তত্ত্বাবধানে অসম এগিয়ে যাবেই।

কংগ্ৰেস নেতৃত্বাধীন পূর্বোতন সরকারের বিরুদ্ধে একহাত নিয়ে সোনোয়াল বলেন,কংগ্ৰেস দীর্ঘ বছর রাজ্য শাসন করেছে। জাতপাতের রাজনীতি,বিভিন্ন সম্প্ৰদায়ের মধ্যে ভেদাভেদ,হিংসা,সংঘর্ষ ওই সময় চাড়া দিয়েছিল। তিনি অভিযোগ করেন রাজ্যকে পিছিয়ে নেওয়ার উদ্দেশ্যেই কংগ্ৰেস এসব করেছে। সোনোয়াল আরও অভিযোগ করেন,তরুণ গগৈ নেতৃত্বাধীন তদানীন্তন সরকার রাজ্যে ইন্দিয়া আবাস যোজনার(আইএওয়াই)৩.২২ লক্ষ বাড়ি নির্মাণে ব্যর্থ হয়েছে। এলাকা তথা সারা রাজ্যের ভোটারদের প্ৰতি মুখ্যমন্ত্ৰী আবেদন তারা যেন পঞ্চায়েত রাজ ব্যবস্থা সুষ্ঠুভাবে চালানোর উদ্দেশ্যে প্ৰথমবারের জন্য বিজেপিকে দায়িত্ব দেন। সমাবেশে বটদ্ৰবার বিধায়ক আঙুরলতা ডেকা,জেলার দলীয় নেতা ব্ৰজেন কাকতি,যুগলকিশোর শর্মা প্ৰমুখ উপস্থিত ছিলেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com