চা সম্প্ৰদায়ের মেধাবী ছাত্ৰদের লোকনায়ক অমিয় কুমার দাস স্মৃতি পুরস্কার বিতরণ

চা সম্প্ৰদায়ের মেধাবী ছাত্ৰদের লোকনায়ক অমিয় কুমার দাস স্মৃতি পুরস্কার বিতরণ
Published on

গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল চা সম্প্ৰদায়ের মেধাবী ছাত্ৰদের মধ্যে লোকনায়ক অমিয় কুমার দাস স্মৃতি পুরস্কার বিতরণ করেছেন। মাধ্যমিকে ভাল ফলাফল প্ৰদর্শনকারী চা বাগান এলাকার ছাত্ৰদের স্বীকৃতি জানাতেই এই পুরস্কার প্ৰদান করা হয়। গুয়াহাটির মাছখোয়া আইটিএ সেণ্টারে বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে চা সম্প্ৰদায়ের শ্ৰমিক শ্ৰেণি,সাব-স্টাফ ক্যাটেগরি ও স্টাফ ক্যাটেগরি এই তিনটি বিভাগের মেধাবী ছাত্ৰদের ওই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে দেওয়া হয় নগদ টাকা মানপাত্ৰ ও অভিধান।

অসম চা কর্মী ভবিষ্যনিধি সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী সোনোয়াল বলেন,শিক্ষা হচ্ছে এমন এক হাতিয়ার যা সমাজে জীবনের মান সুনিশ্চিত করে। সরকার বিশেষ করে বাগান এলাকায় শিক্ষা ব্যবস্থা উন্নীতকরণে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। বাগান এলাকায় ছাত্ৰদের জন্য গুণগত শিক্ষা ব্যবস্থা বজায় রাখা সরকারের মৌলিক কর্তব্য-বলেন মুখ্যমন্ত্ৰী।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com