চান্দমারির গুদামে ভিজিল্যান্সের হানা,প্ৰচুর সেলাই মেশিন উদ্ধার

চান্দমারির গুদামে ভিজিল্যান্সের হানা,প্ৰচুর সেলাই মেশিন উদ্ধার
Published on

গুয়াহাটিঃ অসম পুলিশের ভিজিল্যান্স এবং দুর্নীতি বিরোধী শাখার কর্মীরা সোমবার গুয়াহাটির চান্দমারি এলাকার একটি গুদামে হানা দিয়ে ব্যাপক সংখ্যক সেলাই মেশিন উদ্ধার করেন। ওই গুদামের মালিক পবন কুমার আগরওয়াল,যিনি সমাজকল্যাণ বিভাগের কেলেংকারিতে অভিযুক্ত। বিশেষ আদালত বর্তমানে জামিনে থাকা আগরওয়ালকে সমাজকল্যাণ বিভাগের কেলেংকারির তদন্তে ভিজিল্যান্সকে সহযোগিতা করতে বলেছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com