ত্ৰিপুরার শিবির থেকে রিয়াং শরণার্থীদের মিজোরাম প্ৰত্যাবর্তনে ফের অনিশ্চয়তা

ত্ৰিপুরার শিবির থেকে রিয়াং শরণার্থীদের মিজোরাম প্ৰত্যাবর্তনে ফের অনিশ্চয়তা
Published on

আগরতলাঃ ত্ৰিপুরার শিবিরে আশ্ৰিত ৩২,৮৭৬ জন ব্ৰু অর্থাৎ রিয়াং শরণার্থীর নিজের রাজ্য মিজোরামে প্ৰত্যাবর্তনে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। শরণার্থী নেতারা মঙ্গলবার বলেছেন,রিয়াং উপজাতিদের জন্য মিজোরামে এলাকা উন্নয়ন পরিষদ গঠন সহ পুরনো কিছু দাবি মেটানো না হলে শরণার্থীরা নিজেদের রাজ্যে ফিরে যেতে আগ্ৰহী নন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com