নাওবৈসা রাজস্ব সার্কলে বন্যা পরিস্থিতি এখনও শোচনীয়

নাওবৈসা রাজস্ব সার্কলে বন্যা পরিস্থিতি এখনও শোচনীয়
Published on

লখিমপুরঃ লখিমপুর জেলার নাওবৈসা রাজস্ব সার্কলে বন্যা পরিস্থিতি এখনও শোচনীয় অবস্থায় রয়েছে। গত সাত দিন ধরে বানভাসি মানুষ গভীর উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। গত ২৮ জুন সিংরা নদীর আকস্মিক জলস্ফীতি ১৫ নং জাতীয় সড়কের উত্তর প্ৰান্ত ভাসিয়ে দেয়। বন্যার তোড়ে হাইওয়ের দোলোহাট তিনালির কাছে দোলোহাট-ফুলবাড়ি সংযোগী পূর্ত সড়কের প্ৰায় ১০০ মিটার অংশ ভাসিয়ে নিয়ে যায়। বন্যার কবলে পড়ে অঞ্চলটির ৪০-এর বেশি গ্ৰাম। দোলোহাট-রাজআলির মধ্যে টানা চারদিন বন্যার জল গড়িয়ে যেতে দেখা গেছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com