নির্বাচনী প্ৰচারের জন্য কপ্টার ভাড়া বৃদ্ধি পেয়ে দ্বিগুণ

নির্বাচনী প্ৰচারের জন্য কপ্টার ভাড়া বৃদ্ধি পেয়ে দ্বিগুণ

গুয়াহাটিঃ ২০১৯-এর লোকসভা নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্ৰচার অভি্যান চালাতে হেলিকপ্টার ভাড়ায় নেওয়ার জন্য প্ৰধান রাজনৈতিক দলগুলির মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। প্ৰধান রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি,কংগ্ৰেস ও এআইইউডিএফ তাদের তারকা প্ৰচারকদের জন্য ইতিমধ্যেই কপ্টারের ব্যবস্থা করেছে।

বিজেপি-র প্ৰদেশ শাখার একটি সূত্ৰের মতে,নির্বাচনী প্ৰচারে তারা চারটি কপ্টার ব্যবহার করবে। দলের প্ৰচার অভি্যানের সুবিধার্থে ইতিমধ্যেই তিনটি কপ্টার বুক করা হয়েছে। এই তিনটি কপ্টারের দুটি হচ্ছে ডাবল ইঞ্জিনের এবং একটি একক ইঞ্জিন বিশিষ্ট। ডাবল ইঞ্জিনের একটি কপ্টার ইতিমধ্যেই গুয়াহাটিতে এসে গেছে। আরও একটি আসছে শুক্ৰবারের মধ্যে। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল এবং অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা প্ৰত্যেকে প্ৰচারের কাজে একটি করে ডাবল ইঞ্জিনের হেলিকপ্টার ব্যবহার করবেন। সিঙ্গল ইঞ্জিনের কপ্টার ব্যবহার করবেন রাজ্য নেতারা ও শরিক দলগুলি। ‘দলের রাষ্ট্ৰীয় নেতাদের প্ৰচারের সুবিধার্থে ডাবল ইঞ্জিনের আরও একটি কপ্টার হায়ার করা হবে’-জানিয়েছে সূত্ৰটি।

অন্যদিকে প্ৰদেশ কংগ্ৰেস কমিটির একটি সূত্ৰ বলেছে,দল তিনটি কপ্টার ভাড়ায় নেবে,এর মধ্যে একটি ইতিমধ্যেই বুক করা হয়েছে। এআইইউডিএফ সূত্ৰটি উল্লেখ করেছে তাদের দল একটি কপ্টার ইতিমধ্যেই বুক করে রেখেছে প্ৰচারের জন্য।

কপ্টারের চাহিদা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ভাড়ার অঙ্কও আকাশ ছুতে চলেছে। লোকসভার নির্বাচন যেহেতু সর্বভারতীয় বিষয় সেইহেতু কপ্টারে ঘাটতি থাকাটাই স্বাভাবিক। এখন প্ৰতিঘণ্টায় কপ্টার ভাড়া দ্বিগুণ হাঁকা হচ্ছে বর্ধিত চাহিদার প্ৰতি লক্ষ্য রেখে। ডাবল ইঞ্জিন কপ্টারের ভাড়া প্ৰতি ঘন্টায় ২.৫০ লক্ষ টাকা এবং সিঙ্গল ইঞ্জিন কপ্টারের ভাড়া প্ৰতি ঘণ্টায় ১.৭ লক্ষ টাকা হাঁকা হচ্ছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com