বকোর কাছে প্ৰত্যন্ত লংতুরি গ্ৰামের মানুষ আজও ভোটাধিকার থেকে বঞ্চিত

বকোর কাছে প্ৰত্যন্ত লংতুরি গ্ৰামের মানুষ আজও ভোটাধিকার থেকে বঞ্চিত
Published on

বকোঃ কামরূপ জেলার বকো থেকে প্ৰায় ১৯ কিলোমিটার দূরে রয়েছে লংতুরি পাহাড় গ্ৰাম। গ্ৰামটি গারো জনগোষ্ঠী অধ্যুষিত। প্ৰত্যন্ত এই গ্ৰামের বাসিন্দা টারজান মারাক জানান,স্বাধীনতার পর থেকে এই গ্ৰামের বাসিন্দারা ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছেন। গ্ৰামের বাসিন্দাদের কারো নাম আজ অবধি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। গুয়াহাটি সংসদীয় কেন্দ্ৰের অধীন লংতুরি পাহাড় গ্ৰামটি রয়েছে পাহাড় চূড়ায়। ১৯৪০ সালে লংতুরি একটা গ্ৰামের স্বীকৃতি পেয়েছে। অসম-মেঘালয় সীমান্তে এই গ্ৰামের অবস্থান। লুম্পি থেকে খুব একটা দূরে নয় গ্ৰামটি। লুম্পি হচ্ছে দুই রাজ্যের যোগাযোগের কেন্দ্ৰস্থল।

লংতুরি গ্ৰামে প্ৰায় ১৫০ ঘর মানুষ রয়েছে। প্ৰতিটি বাড়ির মানুষ ভোটদানের যোগ্য।

কিন্তু এক দশকেরও বেশি সময় ধরে এই গ্ৰামের মানুষ তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছেন। আশেপাশের ১০-১৫টি গ্ৰামের মানুষের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এই গ্ৰামগুলি পোলিং স্টেশন গোহালকোনার কাছে। তাই কোনও ক্ৰমে এই গ্ৰামগুলির বাসিন্দাদের নাম ভোটার তালিকায় ঠাঁই পেয়েছে। কিন্তু লংতুরি গ্ৰামের মানুষের নাম আজও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। গারো ন্যাশন কাউন্সিল,অসম জোনের সভাপতি অরবিটশন মোমিন একথা জানিয়েছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com