
বটদ্ৰবাঃ গ্ৰামাঞ্চলের জনগণকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের উদ্দেশ্যে বটদ্ৰবার বিধায়ক আঙুরলতা ডেকা শনিবার বটদ্ৰবা কেন্দ্ৰের বুয়ালগুড়ি আদর্শ জল সরবরাহ প্ৰকল্পটি উদ্বোধন করেন। এই প্ৰকল্পটির ফলে বুয়ালগুড়ি,আদর্শ গাঁও এবং বটদ্ৰবার কাথগুড়ি এই তিনটি গ্ৰামের মানুষ উপকৃত হবেন। প্ৰকল্পটি উদ্বোধন করে আঙুরলতা বলেন,এই স্কিমটির ফলে ১০০০টি পরিবার উপকৃত হবে। এটি সরকারের ‘মিশন ১০০’ স্কিমেরই একটা অংশ। তিনি আরও বলেন,বটদ্ৰবায় যে সব জল সরবরাহ প্ৰকল্প অকেজো পড়ে আছে সেগুলি খুব শিগগিরই চালু করা হবে। অতিরিক্ত জেলাশাসক প্ৰণব শর্মা,জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মরিগাঁও ডিভিশনের কর্মকর্তা সহ প্ৰায় ৫০০ জন মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।