বরাকের বন্যা দেখলেন মন্ত্ৰী কেশব মহন্ত

বরাকের বন্যা দেখলেন মন্ত্ৰী কেশব মহন্ত
Published on

হাইলাকান্দিঃ জলসম্পদ মন্ত্ৰী কেশব মহন্ত রবিবার বন্যাক্ৰান্ত বরাক উপত্যকা সফর করলেন। এদিন করিমগঞ্জ থেকে ফিরে মন্ত্ৰী সোজা চলে যান বন্যাপ্লাবিত লালা রাজস্ব সার্কলে। তাঁর সঙ্গে ছিলেন জলসম্পদ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার বরসিং রংপি এবং জলসম্পদ মন্ত্ৰীর ওএমডি দিবাকর ভট্টাচার্য। জেলা প্ৰশাসন ও বিভাগীয় কর্মকর্তারা বন্যা পরিস্থিতি সম্পর্কে মন্ত্ৰীকে অবগত করান। হাইলাকান্দি সার্কিট হাউসে বিভিন্ন বিভাগের প্ৰতিনিধিদের সঙ্গে আলোচনাকালে মন্ত্ৰী ক্ষতিগ্ৰস্তদের সব ধরনের সাহায্যের আশ্বাস দেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com