বালি মহল কেলেংকারিতে অভিযুক্ত গোলাঘাটের ডিএফও গ্ৰেপ্তার

বালি মহল কেলেংকারিতে অভিযুক্ত গোলাঘাটের ডিএফও গ্ৰেপ্তার

গুয়াহাটিঃ গোলাঘাটের পলাতক ডিএফও রাজীব কুমার দাসকে বুধবার গ্ৰেপ্তার করেছে তদন্ত ব্যুরোর (অর্থনৈতিক অপরাধ) কর্মীরা। দইগ্ৰাং বালি মহল কেলেংকারির তদন্তে গতি এনে তদন্ত ব্যুরো অভিযুক্ত ডিএফওকে গ্ৰেপ্তার করতে সক্ষম হয়। ডিএফও দাস অনেক দিন থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন।

বালি মহলের কেলেংকারি সম্পর্কে তদন্ত ব্যুরো ২০১৭ সালে একটি মামলা রুজু করেছিল। ডিএফও গ্ৰেপ্তার হওয়ায় এই কেলেংকারিতে গ্ৰেপ্তারের সংখ্যা বেড়ে বর্তমানে ছয় জনে দাঁড়ালো। এরআগে কেলেংকারির অভিযোগে যাদের গ্ৰেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে রয়েছেন গোলাঘাটের রেঞ্জ অফিসার প্ৰাণেশ্বর দাস,ডেপুটি রেঞ্জার মুকুল আলি হাজরিকা,আব্দুল মিলু,আব্দুল হাসমত এবং গৌতম উপাধ্যায়। কেলেংকারিতে অভিযুক্ত আরও তিনজন গোলাঘাটের এসিএস প্ৰফুল্ল চন্দ্ৰ লহকর,প্ৰোটেকশন রেঞ্জ অফিসার জিতেন্দ্ৰনাথ দত্ত এবং ডেপুটি রেঞ্জার উমেশ চন্দ্ৰ দত্ত এখনও ফেরার।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com