বিশ্ববন্ধু সেন ত্ৰিপুরা বিধানসভার উপাধ্যক্ষ নির্বাচিত

বিশ্ববন্ধু সেন ত্ৰিপুরা বিধানসভার উপাধ্যক্ষ নির্বাচিত
Published on

আগরতলাঃ কংগ্ৰেস থেকে বিজেপিতে আসা বিশ্ববন্ধু সেন বৃহস্পতিবার বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় ত্ৰিপুরা বিধানসভার উপাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। প্ৰশ্নোত্তর পর্বের পর অধ্যক্ষ রেবতি মোহন দাস ওই পদে সেনের নির্বাচনের কথা ঘোষণা করেন। পদটির জন্য আর কেউই মনোনয়ন দাখিল করেননি। মুখ্যমন্ত্ৰী বিপ্লব কুমার দেব,শিক্ষা,আইন ও সংসদ বিষয়ক মন্ত্ৰী রতনলাল নাথ ও বিরোধী নেতা মানিক সরকার সেনকে অভিনন্দন জানান।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com