বেলশিরির সমাবেশে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান হাগ্ৰামার

বেলশিরির সমাবেশে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান হাগ্ৰামার
Published on

ঢেকিয়াজুলিঃ বিটিসি প্ৰধান হাগ্ৰামা মহিলারি সোমবার ঢেকিয়াজুলি কেন্দ্ৰের অধীন বেলশিরিতে এক নির্বাচনি সমাবেশে ভাষণ দেন। বিপিএফ-এর শোণিতপুর জেলা কমিটি এই সমাবেশের আয়োজন করেছিল। সমাবেশে বক্তব্য রেখে মহিলারি সমাজের সবশ্ৰেণির মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে তেজপুর সংসদীয় কেন্দ্ৰের বিজেপি প্ৰার্থী পল্লবলোচন দাসকে ভোট দেওয়ার জন্য বোড়ো সম্প্ৰদায়ের জনগোষ্ঠীর প্ৰতি আহ্বান জানান।

সমাবেশে রাজ্যসভার সাংসদ বিশ্বজিৎ দৈমারি,ঢেকিয়াজুলি কেন্দ্ৰের বিজেপি বিধায়ক অশোক সিংঘল বেশকিছু রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এরআগে বিটিসি প্ৰধান মহিলারি বিশেষ হেলিকপ্টারে চেপে সোমবার সকালে এখানে বেলশিরি টি এস্টেটের খেলার মাঠে অবতরণ করেন। এদিনের এই সমাবেশে ২ হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com