রাজ্যের খবর
ব্ৰহ্মপুত্ৰ থেকে কিশোরীর শব উদ্ধার
গুয়াহাটিঃ মহানগরীর খারঘুলি এলাকার জয়পুরে ব্ৰহ্মপুত্ৰের বুকে ভাসমান অবস্থায় একটি কিশোরীর শব উদ্ধার করা হয়েছে। কিশোরীর বয়স ১১ বছর হবে। ওই এলাকার একটি দোকানে যাওয়ার পর কিশোরীটি নিখোঁজ হয়। পরিবারের লোকেরা কিশোরীটি নিখোঁজ হওয়া সম্পর্কে গত ১৬ এপ্ৰিল লতাশিল থানায় এফআইআর দাখিল করেন। ঘটনা সংক্ৰান্তে ১১৫/১৯ ইউ/এস ২৬৩ ধারায় একটি মামলাও নথিভুক্ত করা হয়েছিল।
যেখানে কিশোরীর মৃতদেহ পাওয়া গেছে সেই স্থানটির কাছে থেকে আপত্তিজনক কিছু সামগ্ৰী উদ্ধার হয়েছে। অনেকেই সন্দেহ করছেন ধর্ষণের পর কিশোরীটিকে হত্যা করে ব্ৰহ্মপুত্ৰে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।