ভূমিকম্পে ক্ষতি রাজ্যের বিভিন্ন স্থানে

ভূমিকম্পে ক্ষতি রাজ্যের বিভিন্ন স্থানে
Published on

কোকরাঝাড়ঃ বুধবার বেলা ১০.২০ মিনিট নাগাদ গুয়াহাটি,কোকরাঝাড় সহ অসমের বিভিন্ন স্থানে ভূকম্পনের তীব্ৰ ঝটকা অনুভূত হয়। কম্পনের মাত্ৰা ছিল রিখটার স্কেলে ৫.৫। বেশ কয়েক সেকেন্ড স্থায়িত্ব ছিল কম্পনের। প্ৰথম দফার ১৫ মিনিট পর ফের কম্পন অনুভূত হয়। বোড়োল্যান্ড বিশ্ববিদ্যালয় সহ বেশকিছু বিল্ডিঙে ফাটল ধরেছে। বিটিসি সচিবালয় ও বিটিসি এসেম্বলির মধ্যে থাকা সংযোগী সেতুতেও চিড় ধরে ভূমিকম্পনের ঝটকায়। কচুগাঁওয়ের একটি বেসরকারি স্কুলেরও কিছু ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ফকিরাগ্ৰাম থানা এলাকার শক্তি আশ্ৰম মন্দিরের গম্বুজ ভেঙে গেছে। কম্পনের উৎসস্থল কোকরাঝাড় জেলার ভাওরাগুড়ি রাজস্ব সার্কলের কুসুমবিল গ্ৰাম। কম্পনের আঁচ পেতেই ভয়,আতঙ্কে লোকজন বাড়ির বাইরে ছুটে আসেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com