মরাল পুলিশিঙের অভিযোগে নগাঁওয়ের গ্ৰামে আটক ৮

মরাল পুলিশিঙের অভিযোগে নগাঁওয়ের গ্ৰামে আটক ৮
Published on

নগাঁওঃ কঠিয়াতলি পুলিশ ফাঁড়ির অধীন ঝুমুরগাঁওয়ে অবৈধ সম্পর্কের অভিযোগে শনিবার রাতভর একজোড়া দম্পতিকে বেধড়ক মারধর করে মরাল পুলিশিং করার মামলায় পুলিশ ৮জন গ্ৰামবাসীকে আটক করেছে। খবরে প্ৰকাশ,মহিলাটি এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন। কিন্তু আবল উদিলা নামে অন্য এক বিবাহিত ব্যক্তির সঙ্গে তার অবৈধ সম্পর্কের খবর পেয়ে গ্ৰামের মানুষ শনিবার রাতে মহিলার বাড়িতে চড়াও হয়। এরপরই তাদের ওপর চলে প্ৰহার। গ্ৰামের কিছু লোক রবিবার পুলিশকে জানালে পুলিশ এসে ওই দম্পতিকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com