মালিগাঁও থেকে বনরুই উদ্ধার,ধৃত ৩

মালিগাঁও থেকে বনরুই উদ্ধার,ধৃত ৩

গুয়াহাটিঃ গোয়েন্দা সূত্ৰে পাওয়া এক খবরের ভিত্তিতে গুয়াহাটির বন্যপ্ৰাণী অপরাধ নিয়ন্ত্ৰণ বুরো এবং কাস্টম প্ৰিভেনটিভ ফোর্স শুক্ৰবার মালিগাঁওয়ে তল্লাশি অভিযানে নেমে একটি বনরুই বাজেয়াপ্ত করে। এই ঘটনায় জড়িত তিন ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে তারা। মালিগাঁও চারালির বিশাল লজের ৬ নম্বর রুম থেকে অভিযুক্তদের আটক করা হয়। একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে দলটি।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com