রাজ্যের খবর
মেঘালয়ের প্ৰাক্তন রাজ্যপাল এমএম জ্যাকব প্ৰয়াত
কোট্টায়ামঃ প্ৰবীণ কংগ্ৰেস নেতা এবং মেঘালয়ের প্ৰাক্তন রাজ্যপাল এমএম জ্যাকব রবিবার এখানে একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। পারিবারিক সূত্ৰ এখবর জানিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। পালাইয়ে সোমবার তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন করা হবে। ১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি মেঘালয়ের রাজ্যপাল ছিলেন।