যোরহাটে তপন গগৈর হয়ে প্ৰচারে হিমন্ত

যোরহাটে তপন গগৈর হয়ে প্ৰচারে হিমন্ত
Published on

যোরহাটঃ অর্থমন্ত্ৰী তথা নেডার আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা বুধবার মরিয়নি ও যোরহাট শহরে উপর্যুপরি তিনটি নির্বাচনী সমাবেশ ও দুটি রোড শো করেন। ১২নং যোরহাট লোকসভা কেন্দ্ৰের বিজেপি প্ৰার্থী তপন কুমার গগৈর পক্ষে এদিন প্ৰচার চালান তিনি। তাঁর সঙ্গে ছিলেন সাংসদ কামাখ্যা প্ৰসাদ তাসা,অসম ও ত্ৰিপুরার বিজেপি পর্যবেক্ষক ফণী শর্মা। তিনটি বিভিন্ন স্থানে আয়োজিত নির্বাচনী সমাবেশে ব্যাপক হারে উপস্থিত থাকা জনগণের প্ৰতি ধন্যবাদ জানান শর্মা। তিনি বলেন,যোরহাট কেন্দ্ৰে তপন গগৈর জয় সুনিশ্চিত। শর্মা এদিন কলিয়াবর কেন্দ্ৰে নিজের ছেলে গৌরব গগৈর জয়ের জন্য এআইইউদিএফ সুপ্ৰিমো বদরুদ্দিন আজমলের সঙ্গে গাঁটছড়া বাঁধার অভি্যোগে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈর সমালোচনা করতে ছাড়েননি।

তিনি বলেন,কেন্দ্ৰের মোদি সরকার সারা দেশে এপর্যন্ত ১৩৩টি প্ৰকল্প রূপায়ণ করেছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com