
প্ৰখ্যাত গোয়ালপরিয়া লোকসঙ্গিতের শিল্পী প্ৰতিমা পাণ্ডে বরুয়ার আজ ১৬তম মৃত্যু তিথি। রাজ্যের বিভিন্ন প্ৰান্তের সঙ্গে গুয়াহাটি মহানগরেও ওই শিল্পীর প্ৰতি সম্মান নিবেদন করতে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের।
এদিন মহানগরের চান্দমারি স্থিত প্ৰতিমা পাণ্ডে বরুয়ার আবক্ষ মূর্তির স্থালে সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)-র উদ্যোগে আয়োজন করা হয় শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে আসু নেতৃত্ব এবং বহু বিশিষ্ট ব্যক্তি শিল্পী পাণ্ডের আবক্ষ মূর্তিতে শ্ৰদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য,রাজ্যের বিশিষ্ট লোকশিল্পী তথা লোক-কৃষ্টির সাধক বিনোদ খনালকে আসুর তরফে প্ৰতিমা পাণ্ডএ বরুয়া স্মারক সম্মান তুলে দেওয়া হয়। যেখানে উপস্থিত ছিলেন অনেক গুনিজনেরা।