শিলচরে শুরু হলো গান্ধীমেলা

শিলচরে শুরু হলো গান্ধীমেলা
Published on

শিলচরঃ জাতির জনক মহাত্মা গান্ধীর নামে উৎসর্গিত বহু প্ৰসংশিত গান্ধী মেলা বুধবার থেকে শিলচরে শুরু হয়েছে। প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী এবং শিক্ষাবিদ কবীন্দ্ৰ পুরকায়স্থ মেলার উদ্বোধন করেন। ভাষণ প্ৰসঙ্গে পুরকায়স্থবাবু বলেন,৩০ অক্টোবরের এই দিনটিতে জাতির জনক মহাত্মা গান্ধীকে আততায়ীর গুলিতে প্ৰাণ হারাতে হয়েছিল। তাই এই দিনটি দুঃখ ও শোকের দিন হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে। মহাত্মাজির প্ৰতি শ্ৰদ্ধা জানাতেই শিলচর পুরসভা প্ৰতি বছর মেলার আয়োজন করে আসছে। তিনি জনগণকে মেলা প্ৰাঙ্গণ পরিদর্শন করার আহ্বান জানান। বলেন,শুধু আনন্দ ও বিনোদনের জন্য নয়,মহাত্মা গান্ধীর আদর্শ অনুসরণ করে সব ধরনের দূষণ মুক্ত একটা পরিবেশ সৃষ্টি করাই যেন মেলা পরিদর্শনে আসা ব্যক্তিদের লক্ষ্য হয়।

বাস্তব ক্ষেত্ৰে গান্ধী মেলার একটি নিজস্ব ইতিহাস ও পরম্পরা রয়েছে,যা মানুষকে গর্বিত করে। সময়ের সাথে সাথে মেলার আকর্ষণ অনেকটাই হ্ৰাস পেয়েছে। আগের জৌলুস এখন আর নজরে আসে না। মেলার পূর্বের ঐতিহ্য স্মরণ করে পুরকায়স্থ বলেন,একসময়ে মেলা প্ৰাঙ্গণে সার্কাস হতো,যা এই মেলার অন্যতম আকর্ষণ ছিল। তিনি এই বর্ণাঢ্য মেলা প্ৰাঙ্গণ সাফ সুতরো রাখার জন্য উদ্যোক্তাদের প্ৰতি আহ্বান জানান।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com