সবুজ চা পাতার হার বৃদ্ধির আর্জি ক্ষুদ্ৰ চা উৎপাদকদের

সবুজ চা পাতার হার বৃদ্ধির আর্জি ক্ষুদ্ৰ চা উৎপাদকদের
Published on

বিটিসি সহ রাজ্যের ক্ষুদ্ৰ চা উৎপাদকরা তাদের বাগানে কর্মরত অসংগঠিত শ্ৰমিকদের দৈনিক পারিশ্ৰমিক হিসেবে ২৪৪ টাকা করে দিতে অপারগতার কথা জানিয়েছেন। একই সঙ্গে সবুজ চা পাতার হার বৃদ্ধি করারও দাবি করেছেন তারা। রাজ্যে বর্তমানে ১.৫০ লক্ষ ক্ষুদ্ৰ চা উৎপাদক রয়েছেন। অসমের মোট চা উৎপাদনে তাদের অবদান ৩৭ শতাংশ। শুক্ৰবার কোকরাঝাড়ে এক বৈঠকে সরকার অসংগঠিত শ্ৰমিকদের দৈনিক পারিশ্ৰমিক বৃদ্ধি করা নিয়ে যে নিয়ম বেঁধে দিতে চেয়েছে তার বিরোধিতা করেছেন ক্ষুদ্ৰ চা উৎপাদকরা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com