সামাজিক শত্ৰু মদের বিরুদ্ধে চিরাং জেলায় মহিলাদের মিছিল

সামাজিক শত্ৰু মদের বিরুদ্ধে চিরাং জেলায় মহিলাদের মিছিল
Published on

বঙাইগাঁওঃ বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সহস্ৰাধিক মহিলা রবিবার চিরাং জেলার মঙলাগাঁও এলাকায় মদের বিরুদ্ধে এক বিশাল মিছিল বের করেন। দ্বীপজ্যোতি ভিলেজ অ্যাসোসিয়েশন নামে একটি স্বনির্ভর সংস্থার সভানেত্ৰী প্ৰমীলা সরকার বলেন,মদের প্ৰতি মাত্ৰাধিক আসক্তি একটা সামাজিক অপরাধ। আর চিরাং জেলায় মদের নেশা ক্ৰমেই বৃদ্ধি পাচ্ছে। ‘আমাদের এলাকায় অধিকাংশ মানুষ মদের দিকে ঝুঁকছেন। মদের কুপ্ৰভাবের ফলে বহু পরিবার ইতিমধ্যেই চরম ক্ষতিগ্ৰস্ত হয়েছে।

অনেক পরিবারের পুরুষরা মদের নেশায় বুঁদ হয়ে থাকায় শিক্ষা ও অর্থনীতির ক্ষেত্ৰে আমরা ক্ৰমেই পিছিয়ে পড়ছি। সুষ্ঠু জীবন যাত্ৰার ক্ষেত্ৰে মদ হচ্ছে সামাজিক শত্ৰু। তাই মদ ঠেকাতে মহিলাদেরই এখন কিছু কঠোর পদক্ষেপ নিতে হবে। আর এই উদ্দেশ্য সামনে রেখেই আমরা আজ পথে বেরিয়েছি’-বলেন প্ৰমীলা সরকার। মহিলারা হাতে প্ল্যাকার্ড নিয়ে মদ নিষিদ্ধ করতে রাজ্য সরকারের কাছে আর্জি জানান। মিছিলকারীরা সমাজে বাল্য বিবাহ প্ৰথা রদ করারও দাবি জানিয়েছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com