গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বিএ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় ৭০ শতাংশ ছাত্ৰ-ছাত্ৰী অনুত্তীর্ণ

গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বিএ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় ৭০ শতাংশ ছাত্ৰ-ছাত্ৰী অনুত্তীর্ণ
Published on

গুয়াহাটিঃ গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বিএ(সাধারণ)পাঠক্ৰমের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় এবার ৭০ শতাংশের বেশি ছাত্ৰ-ছাত্ৰী পাশ করতে পারেনি। এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবছর মে মাসে। সোমবার গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা জানান,বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এত কম উত্তীর্ণ হওয়ার ঘটনা এই প্ৰথম নয়। ২০১৬ সালে একটি নতুন নীতি কার্যকরী করা হয়,যাতে প্ৰার্থীদের থিওরি ও ইণ্টারনেল পরীক্ষায় পৃথকভাবে পাশ করাটা বাধ্যতামূলক করা হয়েছে,আগে এটা মিলিতভাবেই করার চল ছিল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com