হাইলাকান্দিতে বন্যার জল ক্ৰমশ কমছে,বাড়ি ফিরছেন দুর্গতরা

হাইলাকান্দিতে বন্যার জল ক্ৰমশ কমছে,বাড়ি ফিরছেন দুর্গতরা
Published on

হাইলাকান্দিঃ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্ৰস্ত হাইলাকান্দি জেলার আলগাপুর রাজস্ব সার্কলে বন্যার জল অনেকটা কমেছে। জল কমার সঙ্গে সঙ্গে বন্যাক্ৰান্তরা ধীরে ধীরে বাড়ি ফিরতে শুরু করেছেন ত্ৰাণ শিবির থেকে। পাঁচটি ত্ৰাণ শিবিরে আশ্ৰয় নেওয়া ১৬,৪১১ জনের মধ্যে অনেকেই ফিরে গেলেও ৯২২৭ জন এখনও শিবিরে রয়েছেন। বন্যাক্ৰান্ত ৪০টি গ্ৰামের মধ্যে এখন মাত্ৰ ১৬টিতে জল রয়েছে। জেলা প্ৰশাসন বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে প্ৰাথমিক সমীক্ষার কাজ সেরে নিয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com