হাওরাঘাট,চরাইদেউ থেকে অপহৃত দুই ব্যবসায়ী

হাওরাঘাট,চরাইদেউ থেকে অপহৃত দুই ব্যবসায়ী
Published on

হাওরাঘাটঃ অসমে গত কিছুদিন অপহরণের ঘটনা ক্ৰমেই বেড়ে চলেছে। উজান অসম এবং পাহাড়ি জেলাগুলিতে লাগাতার ঘটছে অপহরণ কাণ্ড। সেনার পোশাকে আসা সশস্ত্ৰ দুষ্কৃতীরা এই সব অপহরণের ঘটনায় জড়িত। মঙ্গলবার কার্বি আংলং জেলার হাওরাঘাট পুলিশ থানার অধীন ফুলনিবাজার এলাকা থেকে সশস্ত্ৰ দুষ্কৃতীরা একজন ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত ব্যবসায়ীকে বাবলু দেবনাথ বলে শনাক্ত করা হয়েছে। এই অপহরণ কাণ্ডে অঞ্চলটিতে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ অপহৃত ব্যক্তির খোঁজে তল্লাশি অভি্যানে নেমেছে। তবে এখনও পর্যন্ত অপহৃত এবং অপহারকের কোনও খোঁজ পায়নি।

ওদিকে উজান অসমের চরাইদেউ জেলার সাপেখাতির টিমন টি এস্টেটের ম্যানেজার নোমল বরুয়াকে(৫২)মঙ্গলবার রাতে তাঁর বাংলো থেকে সন্দেহভাজন আলফা(আই)জঙ্গিরা তুলে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

প্ৰাপ্ত তথ্য অনু্যায়ী,চার সশস্ত্ৰ জঙ্গি মঙ্গলবার রাতে বরুয়ার বাসভবনে ঢুকে ঘরের সব দরজা ও গেট ইত্যাদি বন্ধ করে দেয়। এরপর তারা বরুয়ার সঙ্গে আগের কিছু কাজ তাদের চুকোতে হবে বলে তাঁকে তাদের গাড়িতে করে তুলে নিয়ে যায়। বরুয়ার মোবাইল হ্যান্ডসেটটিও তারা নিয়ে নেয়। সাংবাদিকদের একথা জানান বরুয়ার পত্নী। জঙ্গিরা নিজেদের আলফা(আই)ক্যাডার বলে পরিচয় দেওয়ার কথাও বরুয়া পত্নী উল্লেখ করেছেন। স্বামীকে সুস্থ শরীরে ফিরিয়ে দেওয়ার জন্য বরুয়া জায়া আলফার কমান্ডার-ইন-চিফ পরেশ বরুয়ার কাছে কাতর অনুরোধ জানিয়েছেন। ওদিকে প্ৰত্যক্ষ দর্শীরা বলেছেন,জঙ্গিরা বরুয়াকে তাদের গাড়িতে তুলে অসম-নাগাল্যান্ড বনাঞ্চল অভিমুখে যেতে দেখেছেন। উল্লেখ্য,গত কিছুদিন যাবৎ রাজ্যে আলফা(আই)জঙ্গিরা ফের সক্ৰিয় হয়ে উঠেছে। ভয় দেখিয়ে টাকা তোলা,অপহরণ ও অন্যান্য জঙ্গি কার্যকলাপ চলছে উজান অসমে। বরিষ্ঠ পুলিশ কর্মকর্তা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি এসব ঘটনার তদন্তে নেমেছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com