২০১৬-এর সার্জিক্যাল স্টাইকের নতুন ভিডিও রিলিজ করল সরকার

২০১৬-এর সার্জিক্যাল স্টাইকের নতুন ভিডিও রিলিজ করল সরকার
Published on

২০১৬ সালে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনা যে সার্জিক্যাল স্ট্ৰাইক চালিয়েছিল,তার নতুন ভিডিও ক্লিপিং রিলিজ করেছে কেন্দ্ৰীয় সরকার। ওই সার্জিক্যাল স্ট্ৰাইকের দুবছর পূর্ণ হতে আর মাত্ৰ একটা দিন বাকি। কেন্দ্ৰীয় তথ্য ও প্ৰচার মন্ত্ৰকের এক রিপোর্ট অনু্যায়ী ২০১৬-র সার্জিক্যাল স্ট্ৰাইকের এটা যথার্থ ভিডিও ক্লিপিং। ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে ভারতীয় সেনা দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্ৰাসীদের ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল। সার্জিক্যাল স্ট্ৰাইক নিয়ে যা কিছু সন্দেহ ছিল,নতুন ভিডিও ক্লিপি সেই সন্দেহকে দূরে সরিয়ে একটা স্পষ্ট ছবিই তুলে ধরেছে। পাকিস্তান ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্ৰাইকের বিষয়টি দীর্ঘদিন অস্বীকার করে আসছিল। পাক জঙ্গিদের ভারতীয় সেনার ওপর হামলার প্ৰতিবাদেই ২০১৬-র ২৯ সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্ৰাইক চালিয়েছিল ভারতীয় সেনা। ভারতীয় জওয়ানরা সার্জিক্যাল স্ট্ৰাইকের মাধ্যমে পাক সন্ত্ৰাসীদের সাতটি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com