মে মাসেই বৈধতা খোয়াচ্ছে রাজ্যের ৬৪টি অতিরিক্ত বিদেশি ট্ৰাইবুনাল

মে মাসেই বৈধতা খোয়াচ্ছে রাজ্যের ৬৪টি অতিরিক্ত বিদেশি ট্ৰাইবুনাল

Published on

গুয়াহাটিঃ অসমের অতিরিক্ত ৬৪টি ফরেনার্স ট্ৰাইবুনাল(এফটি)নিয়ে চলতি মাসের মধ্যেই কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰককে(এমএইচএ)একটা গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। কারণ মে মাসের পর এই ট্ৰাইবুনালগুলি তাদের বৈধতা খোয়াতে চলেছে।

রাজ্যের গৃহ ও রাজনৈতিক দপ্তর এব্যাপারে ইতিমধ্যেই স্বরাষ্ট্ৰ মন্ত্ৰকের সঙ্গে যোগা্যোগ করেছে। সূত্ৰটির মতে,স্বরাষ্ট্ৰ মন্ত্ৰক এখনও পর্যন্ত এব্যাপারে কোনও সাড়া দেয়নি। চলতি লোকসভা নির্বাচনের জন্য এক্ষেত্ৰে কেন্দ্ৰের সামনে কিছুটা প্ৰতিবন্ধকতা দেখা দিয়েছে। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামি ২৩ মে। ট্ৰাইবুনালগুলির মেয়াদ বৃদ্ধির বিষয়ে অনুমোদনের জন্য স্বরাষ্ট্ৰমন্ত্ৰক যদি কেন্দ্ৰে নতুন সরকার গঠনের অপেক্ষা করে তাহলে এই ৬৪টি ট্ৰাইবুনাল তাদের বৈধতা খোয়াবে।

তাছাড়া কেন্দ্ৰে নতুন সরকার গঠিত হতে পারে মে মাসের শেষাশেষি অথবা জুনের গোড়াতে। কেন্দ্ৰে একজন নতুন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী দায়িত্ব নেওয়ার ক্ষেত্ৰেও কিছুটা সময় লাগবে।

গৌহাটি হাইকোর্ট কেন্দ্ৰ ও রাজ্য উভয় সরকারের প্ৰতি দেওয়া এক নির্দেশের পরিপ্ৰেক্ষিতেই এই অতিরিক্ত ট্ৰাইবুনালগুলি গঠন করা হয়েছিল। বর্তমানে থাকা ৩৬টি স্থায়ী ট্ৰাইব্যুনালে বহু মামলা ঝুলছে। সারা রাজ্যে এই ৩৬টি ট্ৰাইবুনাল গঠন করা হয়েছিল ২০১৫ সালে। ঝুলে থাকা মামলাগুলির দ্ৰুত নিষ্পত্তির জন্য কোর্ট ফরেনার্স ট্ৰাইবুনালের সংখ্যা ১০০টি বৃদ্ধি করতে স্বরাষ্ট্ৰমন্ত্ৰক এবং রাজ্য সরকারের গৃহ ও রাজনৈতিক বিভাগকে বলেছিল।

বর্তমানে ৩৬টি স্থায়ী ট্ৰাইবুনালে ও ৬৪টি অতিরিক্ত ট্ৰাইবুনালে ২ লক্ষের বেশি মামলা ঝুলছে।

অতিরিক্ত ৬৪টি ট্ৰাইবুনালের বৈধতার মেয়াদ হচ্ছে দুবছর। ২০১৭ সালের মে মাসে প্ৰথমবার এই ট্ৰাইবুনালগুলির মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল যা শেষ হচ্ছে চলতি মাসেই।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com