সিবিএসই-র দশম শ্ৰেণির পরীক্ষায় উত্তর পূর্বাঞ্চলে পাসের হার ৭৪.৪৯ শতাংশ

সিবিএসই-র দশম শ্ৰেণির পরীক্ষায় উত্তর পূর্বাঞ্চলে পাসের হার ৭৪.৪৯ শতাংশ
Published on

গুয়াহাটিঃ এবছর সেণ্ট্ৰাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের(সিবিএসই)দশম শ্ৰেণির চূড়ান্ত পরীক্ষায় উত্তর-পূর্বাঞ্চলের আট রাজ্যের মোট ৭৪.৪৯ শতাংশ ছাত্ৰছাত্ৰী উত্তীর্ণ হয়েছে। সোমবার সিবিএসই দশম শ্ৰেণির পরীক্ষার ফল ঘোষণা করা হয়।

সিবিএসই গুয়াহাটি রিজিয়ন থেকে পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল ৬৩,২৩৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৪২,২৮৫ জন সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়। গুয়াহাটি রিজিয়নে ছেলেদের পাসের হার ৭৪.৩৬ শতাংশ। সিবিএসই-র গুয়াহাটি রিজিয়নের আওতাভুক্ত সিকিম সহ উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্য।

কেন্দ্ৰীয় বিদ্যালয়ে পাসের হার ৯৮.৪৭ শতাংশ। ৯৫.১৩ শতাংশ উত্তীর্ণ হয়েছে জওহর নবোদয় বিদ্যালয় থেকে।

অন্যদিকে,বেসরকারি স্কুলগুলির পাসের হার ৯২.৭৩ শতাংশ। সরকারি স্কুলগুলির পাসের হার সর্বনিম্ন অর্থাৎ ৫২.৬৭ শতাংশ।

সিবিএসই-র গুয়াহাটি রিজিয়নের অন্তর্গত অরুণাচল প্ৰদেশের সরকারি স্কুলগুলির পারফরম্যান্স বরাবরই দুর্বল। সিবিএসই কার্যালয় থেকে নিয়মিত নির্দেশিকা পাওয়ার পরও অরুণাচলের স্কুলগুলির ফলাফল একটুও উন্নত হয়নি। সিবিএসই স্বীকৃত গুয়াহাটির পানবাজার স্থিত ডনবসকো স্কুলের ছাত্ৰরা দশম শ্ৰেণির চূড়ান্ত পরীক্ষায়ও ঝলসে ওঠে। এই স্কুল থেকে অবতীর্ণ ১৭৪ জন ছাত্ৰের মধ্যে ৬৩ জন ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। ৬১ জন সব বিষয়ে পেয়েছে গড়ে ৮০ শতাংশের বেশি নম্বর। ৯৬.৪ শতাংশ নম্বর পেয়ে আমন পাটনি স্কুল টপার হয়েছে।

গুয়াহাটির মডার্ন ইংলিশ স্কুল চমকপ্ৰদ পারফরম্যান্স করেছে পরীক্ষায়। এই স্কুলের ১৭ জন পরীক্ষার্থী ৯১ শতাংশের বেশি নম্বর পেয়েছে। অন্যান্য ২৩ জন প্ৰত্যেক বিষয়ে গড়ে ৮০ শতাংশের বেশি নম্বর অর্জন করেছে।

এবার সিবিএসই দশম শ্ৰেণির পরীক্ষায় সারা দেশে ১৩ জন পরীক্ষার্থী শীর্ষ স্থান দখল করে ৫০০-র মধ্যে ৪৯৯ নম্বর সংগ্ৰহ করে। ৫০০-র মধ্যে ৪৯৮ পেয়ে দ্বিতীয় স্থান পেয়েছে দেশের বিভিন্ন স্থানের ২৪ জন ছাত্ৰছাত্ৰী। মোট ৪৯৭ নম্বর পেয়েছে তৃতীয় স্থান দখল করেছে সারা দেশের ৫৮ জন ছাত্ৰ ছাত্ৰী।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com