করোনা আতঙ্কে অসমের হোটেলে ঠাঁই পেলেন না স্প্যানিশ সাইক্লিস্ট

করোনা আতঙ্কে অসমের হোটেলে ঠাঁই পেলেন না স্প্যানিশ সাইক্লিস্ট
Published on

গুয়াহাটিঃ পাবলু আলবারটো ফার্নান্ডেজ গারসিয়া নামের এক স্প্যানিশ সাইক্লিস্ট যিনি সাইকেলে চেপেই বিশ্ব ভ্ৰমণে বেরিয়েছেন। কিন্তু অসমে এসেই বিপাকে পড়তে হয় তাঁকে। করোনা ভাইরাস সংক্ৰমণের ভয়ে রাজ্যের হোটেলগুলো তাকে আশ্ৰয় দিতে অস্বীকার করেছে। গত ১২ মার্চ এই স্প্যানিশ সাইক্লিস্ট মেঘালয় থেকে শিলচরে এসে পৌঁছন বলে প্ৰাপ্ত রিপোর্টে প্ৰকাশ। শিলচরে রাত কাটানোর কোনও ঠাঁই না পেয়ে ওই স্প্যানিশ ব্যক্তিটি স্থানীয় থানায় গিয়ে তার অবস্থার কথা জানান। এরপরই পুলিশ সরকারি সার্কিট হাউসে তাঁর থাকার ব্যবস্থা করে দেয়। তবে পরীক্ষায় এই স্প্যানিশ ব্যক্তির শরীরে করোনার কোনও লক্ষণ ধরা পড়েনি। পরের দিন তিনি মিজোরামের উদ্দেশে রওনা হন।

কাছাড় জেলার সার্ভিল্যান্স অফিসার ড.অজিত ভট্টাচার্য বলেছেন,স্প্যানিশ ব্যক্তিটি বেশকিছুদিন আগেই ভারতে এসেছেন। ‘আমাদের নির্দেশিকা অনু্যায়ী,বিদেশে ১৪ দিনের বেশি কাটিয়ে কোনও ব্যক্তি যদি এখানে আসেন তাহলে সেই ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখতে হবে। স্প্যানিশ ব্যক্তিটি সম্পর্কে খবর পাওয়ার পরই আমরা সিভিল হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করাই এবং পরীক্ষার ফল নিগেটিভ আসে’।

এখানে উল্লেখ করা যেতে পারে যে কোভিড-১৯-এর বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অসম সরকার রাজ্যের সিনেমা হল,জিমন্যাশিয়াম,সুইমিং পুল ইত্যাদি ২৯ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। শিক্ষা প্ৰতিষ্ঠানে ছাত্ৰদের আসা আপাতত বন্ধ রাখা হয়েছে। বড় ধরনের দুর্যোগ ঠেকাতে সমাবেশ ইত্যাদিতে লাগাম পরিয়েছে রাজ্য সরকার।

রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় কৃষ্ণ এক সাংবাদিক সম্মেলনে বলেছেন,একমাত্ৰ সচেতনতা ও সতর্কতাই করোনা ভাইরাসের সংক্ৰমণ প্ৰতিরোধ করতে পারে। তবে তিনি জনগণকে কোনও ভাবেই আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। কৃষ্ণ বলেন,সংক্ৰমণ রোধে রাজ্য সরকার সবধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্ৰহণ করেছে। তিনি সংক্ৰমণ ঠেকাতে ব্যবস্থা গ্ৰহণের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই একজন নোডাল অফিসার নিয়োগ করেছে। কৃষ্ণ বলেন,রাজ্যে করোনায় কেউ আক্ৰান্ত হওয়ার রিপোর্ট এখনও পাওয়া যায়নি। এরআগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল ৩১ মার্চ কোনও সমাবেশে যোগ না দেওয়ার কথা ঘোষণা করেছেন। তবে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Lawn Bowl Gold Medalist Adinita Kakati shares candid moment with THE SENTINEL DIGITAL, Watch it here

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com