সরকারি চাকরি পেতে হলে প্ৰার্থীদের দশম শ্ৰেণি পর্যন্ত অসমিয়া বিষয় থাকতে হবেঃ হিমন্ত

সরকারি চাকরি পেতে হলে প্ৰার্থীদের দশম শ্ৰেণি পর্যন্ত অসমিয়া বিষয় থাকতে হবেঃ হিমন্ত
Published on

গুয়াহাটিঃ রাজ্যের শিক্ষামন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা বলেছেন,বিটিএডি এবং বরাক উপত্যকা ছাড়া রাজ্যের সব স্কুলের দশম শ্ৰেণি পর্যন্ত অসমিয়া ভাষাকে বাধ্যতামূলক করতে বিধানসভার পরবর্তী অধিবেশনে একটি বিল আনা হচ্ছে। রবিবার এখানে এক সাংবাদিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শর্মা বলেন,‘আমরা বিটিএডি এবং বরাক উপত্যকার তিন জেলা ছাড়া রাজ্যের অন্যান্য স্কুলে দশম শ্ৰেণি পর্যন্ত অসমিয়া ভাষাকে বাধ্যতামূলক করতে একটা বিল আনতে চলেছি’। রাজ্য সরকারের চাকরি পেতে হলে একজন প্ৰার্থীর দশম শ্ৰেণি পর্যন্ত অসমিয়া বিষয় থাকতে হবে। এমন কি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করা একজন প্ৰার্থীর যদি দশম শ্ৰেণি পর্যন্ত অসমিয়া বিষয় না থাকে তাহলে ওই সমস্ত প্ৰার্থীরা রাজ্য সরকারের চাকরির জন্য যোগ্য বিবেচিত হবে না। আমরা রাজ্যের মেডিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির ক্ষেত্ৰেও এই ব্যবস্থা রূপায়ণ করতে যাচ্ছি’।

এই স্কিমের কথা উল্লেখ করে তিনি বলেন,শিক্ষা বিভাগ আগামি ছমাসের মধ্যে এই ব্যবস্থা রূপায়ণ করবে। শর্মা বলেন,‘আমরা যেহেতু বিভিন্ন স্কিম রূপায়ণের কাজে ব্যস্ত রয়েছি সেই হেতু আগামি ছমাস বিভাগে কোনও রকম বদলি অথবা পোস্টিং করা হবে না। স্কুল এবং কলেজ পরিকাঠামোর বিভিন্ন ক্ষেত্ৰে শিক্ষক নিয়োগ এবং শিক্ষা প্ৰতিষ্ঠান প্ৰাদেশিকরণের সঙ্গে সম্পর্কিত স্কিমগুলি রূপায়ণ করা হবে। স্কিমগুলো রূপায়ণে আমাদের তিন হাজার কোটি টাকার প্ৰয়োজন হবে এর ফলে ৬০ লক্ষ ছাত্ৰ এবং এক লক্ষ শিক্ষক উপকৃত হবেন। একথা মাথায় রেখেই আমি শিক্ষকদের দিশপুর এবং কাহিলিপাড়ায় শিক্ষা সঞ্চালকালয়ের কার্যালয়ে ধরনা না দিয়ে নিজেদের ক্লাস নিয়ে ব্যস্ত থাকার আবেদন জানাচ্ছি। কারণ শিক্ষাকদের অভাব-অভিযোগ দেখার জন্য আমতা তো রয়েইছি। যদি শিক্ষকদের কিছু বলার বা জানার থাকে তাহলে আমাদের ওয়েবসাইটে আপলোড করে তাঁরা অনায়াসে তা জেনে নিতে পারবেন’।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Cleanliness Drive ahead 71st Republic Day Celebrations in South Salmara Mankachar

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com