জনগণনা হলেও অসমে এনপিআর হচ্ছে না

জনগণনা হলেও অসমে এনপিআর হচ্ছে না
Published on

গুয়াহাটিঃ ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্ৰার(এনপিআর)২০২১ সালে অসমে জনগণনার কাজ বাদ দিলেও রেজিস্ট্ৰার জেনারেল অফ ইন্ডিয়া(আরজিআই)অসমে ওই বছর জনগণনার কাজ চালাবে।

২০২০ সালের ১ এপ্ৰিল থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অসম ছাড়া সারা দেশেই এনপিআর-এর কাজ চলবে। সূত্ৰটি বলেছে,রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)নবায়নের প্ৰেক্ষিতেই এনপিআর-এর কাজ থেকে অসমকে বাদ দেওয়া হয়েছে।

‘আরজিআই অসমে জনগণনার কাজ চালাবে। এনআরসি নবায়নের জন্য অসমে এনপিআর-এর কাজ পরিচালনা করা হবে না। তবে দেশের অন্যান্য রাজ্যে জনগণনা এবং এনপিআর দুটো কাজই চলবে’। ডিরেক্টরেট অফ সেনসাস অপারেশনস অসম-এর ডেপুটি ডিরেক্টর জেনারেল ভারতী চন্দ দ্য সেন্টিনেলকে একথা জানিয়েছেন।

১০ বছর অন্তর যে জনগণনা হয়ে থাকে তার থেকে এনপিআর-এর কাজ ভিন্ন ধরনের। দেশের স্থায়ী আবাসিকদের রেজিস্ট্ৰার এটা। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন এবং সিটিজেনশিপ(রেজিস্ট্ৰেশন অফ সিটিজেন্স অ্যান্ড ইস্যু অফ ন্যাশনাল আইডেনটিটি কার্ডস)রুলস ২০০৩-এর বিধি ব্যবস্থা অনু্যায়ী লোকাল(গ্ৰাম/সাব টাউন),উপ জেলা,জেলা,রাজ্য এবং জাতীয় পর্যায়ে এটি প্ৰস্তুত করা হয়ে থাকে।

ভারতে বসবাসকারী প্ৰত্যেক স্থায়ী আবাসিকের এনপিআর-এ নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক। কোনও ব্যক্তি যদি নির্দিষ্ট কোনও এলাকায় গত ছমাস অথবা বেশি সময় থেকেছেন কিংবা ওই এলাকায় আরও ৬ মাস বা বেশি সময় থাকতে চান তাহলে তার এনপিআর-এ নাম নথিভুক্ত করা উচিত। দেশের প্ৰত্যেক স্থায়ী আবাসিকের রেকর্ড এবং আইডেনটিটি ডাটা বেস ধরে রাখাই এনপিআর-এর উদ্দেশ্য।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Watch Video | 58th Teachers' Day observed at Tinsukia and Digboi

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com