অসম ও উত্তরপুর্বে ক্যাব চাপাতে পারে না কেন্দ্ৰঃ আসু

অসম ও উত্তরপুর্বে ক্যাব চাপাতে পারে না কেন্দ্ৰঃ আসু
Published on

গুয়াহাটিঃ সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)পরিষ্কার জানিয়ে দিয়েছে কেন্দ্ৰের বিজেপি সরকার অসম ও উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে নাগরিকত্ব(সংশোধনী)বিল(ক্যাব)চাপিয়ে দিতে পারে না। আসু বলেছে,সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে সংসদে বিজেপি-র অবস্থান সন্তোষজনক হলেও অসম ও উত্তর পূর্বের অন্যান্য রাজ্যে ক্যাব চাপিয়ে দেওয়া চলবে না। বুধবার প্ৰচার মাধ্যমের উদ্দেশে এক বিবৃতিতে আসুর সভাপতি দীপাঙ্ক কুমার নাথ বলেছেন ‘সময়ে সময়ে আমরা বার বার পরিষ্কার বলে আসছি যে অসম ও উত্তর পুবের অন্যান্য রাজ্য বাংলাদেশিদের ডাম্পিংগ্ৰাউন্ড নয়। সংসদে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে বিজেপি সন্তোষজনক অবস্থানে থাকায় তারা অসম ও গোটা উত্তর পূর্বাঞ্চলের মানুষের আশা আকাঙ্খাকে অবজ্ঞা করে চলেছে’।

কেন্দ্ৰীয় সরকার কোনও ভাবেই আমাদের ওপর ক্যাব চাপিয়ে দিতে পারে না। ঐতিহাসিক অসম চুক্তিতে বিদেশি চিহ্নিতকরণ ও বহিষ্কারে ভিত্তি বছর ধরা হয়েছে ১৯৭১ সালের ২৪ মার্চের মাঝ রাত। এ নিয়ে হিন্দু ও মুসলমানের মধ্যে কোনও বিভাজন রেখা টানা হয়নি। অসম চুক্তিতে ভিত্তি বছরের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং তাতে কোনও ধর্মের প্ৰসঙ্গ নেই।

কেন্দ্ৰের বিজেপি নেতৃত্বাধীন সরকার যদি অসম ও উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে নাগরিকত্ব সংশোধনী বিল চাপিয়ে দেওয়ার জন্য এগোবার চেষ্টা করে তাহলে এই অঞ্চলের স্থানীয় মানুষ সড়ক অবরোধের মতো কর্মসূচি শুরু করবেন-জানিয়েছে আসু নেতৃত্ব।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Durga Puja 2019: Watch Puja Preparations at Ancient Burhi Gosani Devalaya in Jorhat.

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com