নাগরিকত্ব সংশোধনী আইন(সিএএ)নিয়ে সুপ্ৰিম কোর্টে শুনানি বুধবার

নাগরিকত্ব সংশোধনী আইন(সিএএ)নিয়ে সুপ্ৰিম কোর্টে শুনানি বুধবার
Published on

নয়াদিল্লিঃ নাগরিকত্ব সংশোধনী আইনের(সিএএ)২০১৯-এর সাংবিধানিক বৈধতার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে দাখিল করা আবেদনগুলি নিয়ে শুনানি গ্ৰহণে সোমবার সম্মত হয়েছে সুপ্ৰিমকোর্ট। বুধবার পিটিশনগুলো নিয়ে শুনানি হবে সুপ্ৰিমকোর্টে। কংগ্ৰেস নেতা এবং বরিষ্ঠ আইনজীবী অভিষেক মনুসিংভি মুখ্য বিচারপতি এসএ বোবদে-র কাছে বিষয়টি উত্থাপন করলে শীর্ষ আদালত ওই নির্দেশ দেয়।

বিশেষজ্ঞরা বলেছেন,আবেদনকারীরা তাদের আবেদনে অভি্যোগ করেছেন ওই আইনে সংবিধানের ১৪ ও ২১ অনুচ্ছেদের অধীন মৌলিক অধিকারকে লঙ্ঘন করা হয়েছে। পিটিশনে আরও অভিযোগ করা হয়েছে ২০১৯-এর ১ জুলাই যৌথ সংসদীয় কমিটির(জেপিসি)রিপোর্ট অগ্ৰাহ্য হয়েছে এই আইনের ক্ষেত্ৰে। তাছাড়া ১৯৮৫ সালে সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু),অসম গণ পরিষদ(অগপ)এবং কেন্দ্ৰীয় সরকারের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক অসম চুক্তির শর্তও এতে লঙ্ঘন করা হয়েছে বলে পিটিশনগুলোতে অভিযোগ করা হয়েছে।

সাংবাদিক,এনজিওএস,প্ৰাক্তন সার্ভিস অফিসার্স ও বিভিন্ন সংগঠন ও ব্যক্তি বিশেষ নাগরিকত্ব সংশোধনী আইনের(সিএএ)সাংবিধানিক বৈধতার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্ৰিম কোর্টে একের পর এক পিটিশন দাখিল করেছেন।

সুপ্ৰিমকোর্টে এই আইনের বিরুদ্ধে পিটিশন দাখিলকারীদের তালিকায় রয়েছে সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু),পিস পার্টি,রিহাই মঞ্চ,সিটিজেন অ্যাগেনস্ট হেট,ই হাসমি,প্ৰদ্যুৎ দেববর্মন,দ্য জন অধিকার পার্টি এবং সিম্বোসিস ল স্কুলের আইনের ছাত্ৰরা।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: RD Junior College Students Stage Massive Protest against CAB

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com