ডিব্ৰুগড়ঃ সারা অসম ছাত্ৰ সংস্থার(আসু)জোর প্ৰতিবাদ এড়াতে সোমবার মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল তড়িঘড়ি ডিব্ৰুগড় থেকে হেলিকপ্টারে যোরহাটে চলে আসেন। নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)রদ করার দাবিতে আসুর ডিব্ৰুগড় ইউনিটের কয়েকশো সদস্য সোমবার লক্ষীনগরে মুখ্যমন্ত্ৰীর বাড়ির সামনে প্ৰতিবাদে সোচ্চার হয়ে ওঠে। মুখ্যমন্ত্ৰী সোনোয়াল কেন্দ্ৰীয় মন্ত্ৰী রামেশ্বর তেলিকে নিয়ে রবিবার চাবুয়া বিধানসভা কেন্দ্ৰের অধীন বিন্দাকটায় পৈতৃক ভিটেতে গিয়েছিলেন ভাইপোর বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে। জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসুর শতাধিক সদস্য ওখানে মুখ্যমন্ত্ৰীর বাড়ির সামনে ক্যাবের বিরুদ্ধে জোরদার প্ৰতিবাদ জানায়। সোমবারও মুখ্যমন্ত্ৰীকে অনুরূপ পরিস্থিতির মুখে পড়তে হয়। লক্ষীনগরে মুখ্যমন্ত্ৰীর বাড়ির সামনে পুলিশ ও অর্ধ সামরিক বাহিনী অভূতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা করে। বিভিন্ন স্থানে পুলিশ ও প্ৰতিবাদকারীদের মধ্যে ধ্বস্তাধ্বস্তির রিপোর্ট পাওয়া গিয়েছে। প্ৰতিবাদকারীরা পুলিশ বারিকেডের তোয়াক্কা না করে মুখ্যমন্ত্ৰীর বাড়ির সামনে গিয়ে ধরনা দেয়। তারা ক্যাবের বিরুদ্ধে শ্লোগান দিয়ে অবিলম্বে বিতর্কিত বিলটি রদ করার দাবি জানায়।
তবে আসুর প্ৰতিবাদ সমাবেশ মুখ্যমন্ত্ৰীর বাড়ির সামনে পৌছার আগেই মুখ্যমন্ত্ৰী খনিকর হ্যালিপেডে গিয়ে পৌঁছন এবং সেখান থেকে যোরহাটের উদ্দেশে উড়ান দেন।
এদিকে,ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ছাত্ৰ সংস্থাও এদিন ক্যাবের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে একটি সাইকেল রেলি বের করে। ছাত্ৰ সংগঠন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল,অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা এবং কৃষিমন্ত্ৰী অতুল বরার বিশ্ববিদ্যালয় চত্বরে প্ৰবেশ নিষিদ্ধ করেছে,ক্যাব নিঃশর্তভাবে প্ৰত্যাহার না করা পর্যন্ত। ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ে ছাত্ৰ সংস্থার কর্মকর্তারা ক্যাবের বিরুদ্ধে আগামি দিনে আন্দোলন তীব্ৰতর করে তোলার হুমকিও দিয়েছেন।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ শক্তিশালী অসম গড়তে চাওলুং চুকাফার আদর্শ অনুসরণের আহ্বান সোনোয়ালের
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Indigenous people would not be affected by the Citizenship Bill at all: CM Sonowal