গুয়াহাটিঃ সিপিআই(এম)-এর রাষ্ট্ৰীয় নেতা সীতারাম ইয়েচুরি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে শুক্ৰবার গুয়াহাটিতে প্ৰতিবাদের ঝড় তুললেন। ইয়েচুরি অভিযোগ করেন,নাগরিকত্ব সংশোধনী আইন এনে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি দেশের পরিস্থিতি বিষিয়ে তোলার চেষ্টা করছেন। গুয়াহাটির রোটারি ক্লাবের কাছে গতকাল প্ৰকাশ্য রাজপথে অনুষ্ঠিত এক সমাবেশে ইয়েচুরি বলেন,ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি সংবিধানের কোথায় পেলেন মোদি। তিনি বলেন,দেশে যখনই সংবিধান লঙ্ঘন হয়েছে তখনই সিপিআই(এম)এর বিরুদ্ধে লড়াই করেছে। রোটারি ক্লাবের সামনে আয়োজিত সিএএ বিরোধী এই সমাবেশে নাগরিকত্ব সংশোধনী আইনটি অবিলম্বে বাতিল করার দাবি জানান তিনি। ইয়েচুরি বলেন,সারা দেশেই এই আইনের বিরুদ্ধে প্ৰতিবাদ ও বিক্ষোভ চলছে। ‘যখনই অসাংবিধানিক কোনও কিছুর বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি তখনই সরকার সমস্ত দোষের বোঝা আমাদের কাঁধে চাপিয়ে দিয়ে বলেছে,আমরাই নাকি এ ধরনের প্ৰতিবাদে জনগণকে ভুল পথে পরিচালিত করতে উস্কানি দিয়েছি যার দরুন হিংসাশ্ৰয়ী ঘটনা ঘটেছে’। তিনি বলেন ভুল পথে চলার জন্য সরকারই মূলত দায়ী। ইয়েচুরি বলেন, প্ৰতিটি ধর্মেরই নিজস্ব ধর্মগ্ৰন্থ রয়েছে। যেমন মুসলিমদের কোরাণ,খ্ৰিস্টানদের বাইবেল এবং হিন্দুদের ভগবত গীতা।
‘আমাদের সংবিধানে প্ৰতিটি ধর্মের প্ৰতি সমমর্যাদার কথা উল্লেখ করা হয়েছে। তাই ধর্মের জিগির তুলে নাগরিকত্ব দেওয়া নিয়ে কেন্দ্ৰের এই প্ৰবণতা সরাসরি সংবিধান লঙ্ঘন করছে। তাই কেউ সংবিধান লঙ্ঘন করলে আমরা তার বিরুদ্ধে লড়াই করবো এবং যেকোনও মূল্যে সংবিধানকে রক্ষা করবো। কারণ দেশের সংবিধান হচ্ছে একটা পবিত্ৰ গ্ৰন্থ’-বলেন ইয়েচুরি।
সিপিএম নেতা আরও বলেন,সরকার বলছে আফগানিস্তান,বাংলাদেশ ও পাকিস্তান থেকে ধর্মেয় নিপীড়নের শিকার হয়ে আসা অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দেবে। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দিতে হবে এমন কথা আমাদের সংবিধানের কোথায় লেখা আছে-প্ৰশ্ন তোলেন ইয়েচুরি। ‘সরকার মানবতাকে হাটিয়ে ধর্মের দোহাই দিয়ে সিএএ তৈরি করেছে। এটা আমাদের সংবিধানের পরিপন্থী এবং সেই হেতু এটা রুখতে আমরা লড়াই চালিয়ে যাবো’-বলেন তিনি। ইয়েচুরি বলেন,ভারতকে হিন্দু রাষ্ট্ৰ বানানোই মোদির লক্ষ্য। ক্যা কে একটা নোংরা রাজনীতি বলে উল্লেখ করে ইয়েচুরি বলেন,এনআরসি,এনপিআর এবং সিএএ হচ্ছে একটা প্যাকেজ। এগুলোকে কেউ আলদাভাবে দেখতে পারবেন না। হিন্দু ভোট ব্যাংক তৈরিই তাদের আসল লক্ষ্য-বলেন ইয়েচুরি।’
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ মুখ্যমন্ত্ৰী সোনোয়াল দুমুখো নীতি নিয়ে চলছেনঃ অভিযোগ এসএজেএসপিএসআরপি-র
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Minister Himanta Biswa Sarma addresses media ahead BJP Booth Committee President’s Conference