গুয়াহাটিঃ অসম সরকার নামডাং পাথরের সেতুটি সারাইয়ের জন্য ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্ৰাস্ট্ৰাকচার ডেভেলপমেণ্ট কর্পোরেশনের(এনএইচআইডিসিএল)কাছে নতুন করে প্ৰস্তাব রেখেছে। পাথরের এই সেতুটিতে সম্প্ৰতি ফাটল দেখা দেওয়ার পরিপ্ৰেক্ষিতেই এই প্ৰস্তাব রেখেছে রাজ সরকার। ঐতিহ্যপূর্ণ এই সেতুটি সংরক্ষণে রাজ্য সরকার খুবই আগ্ৰহী। আহোম যুগে ১৭০৩ সালে শিবসাগর জেলার গৌরীসাগরের কাছে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। ৩৭নং ল্ৰাষ্ট্ৰীয় সড়কে গত ৩১২ বছর ধরে গুরুত্বপূর্ণ এই সেতুটি অসম ও গোটা দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা কবে চলেছে।
ঐতিহাসিক তথ্য অনু্যায়ী,আহোম রাজা রুদ্ৰসিংহ-র আমলে বাংলা থেকে স্থপতি এনে এই ঐতিহ্যপূর্ণ সেতুটি নির্মাণ করা হয়েছিল। সেতুটির দৈঘ্য ৬০ মিটার(২০০ ফুট)এবং প্ৰস্থ ৬.৫ মিটার অর্থাৎ ২১ ফুট। সেতুর উচ্চতা ১.৭ মিটার(৫.৬)ফুট। দিখৌ নদীর শাখা নামডাং নদীর ওপর দিয়ে চলে গেছে এই সেতুটি। সেতুর চমকপ্ৰদ বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে কয়েকশো বছরের পুরনো একটা বিশাল শিলাখণ্ডকে টুকরো টুকরো করে এটি নির্মাণ করা হয়েছিল। সেতুর আকৃতি কিছুটা বাকানো। আহোম যুগে নির্মাণের কাজে সিমেন্ট ব্যবহারের চল ছিল না। স্থানীয় বড়া চালের পেস্ট,হাঁসের ডিম,কলাই ডাল ও চূণ ব্যবহার করে গড়া হয়েছিল এই সেতু।
অসম প্ৰত্নতত্ত্ব বিভাগের সঞ্চালকালয় চলতি বছরের গোড়াতে ঐতিহ্যপূর্ণ এই সেতুটি সংরক্ষণের লক্ষ্যে এনএইচআইডিসিএল কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্ৰহণের জন্য লিখেছিলেন।
এনএইচআইডিসিএল চারলেনের রাষ্ট্ৰীয় সড়কটি সম্পূর্ণ হওয়া পর্যন্ত সেতুটি হস্তান্তর করতে রাজিও হয়েছিল। কিন্তু সাম্প্ৰতিককালে সেতুতে ফাটল ধরায় প্ৰত্নতত্ত্ব সঞ্চালকালয়,অসম সেতুর দায়িত্ব নিতে এনএইচআইডিসিএলকে নতুন করে প্ৰস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে প্ৰত্নতত্ত্ব বিভাগের মন্ত্ৰী কেশব মহন্ত অবিলম্বে সেতুর ফাটল সারাতে প্ৰত্নতত্ত্ব বিভাগকে নিজস্বভাবে ব্যবস্থা গ্ৰহণ করার নির্দেশ দিয়েছেন। তবে এনএইচআইডিসিএল সেতু সারাইয়ে জনশক্তি ও নির্মাণ সামগ্ৰী দিয়ে প্ৰত্নতত্ত্ব বিভাগকে সহযোগিতা করবে। পুরনো ও ঐতিহাসিক এই সেতুটিকে এখনও সংরক্ষিত সাইটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। তাই নামডাং পাথরের সেতুটি অবিলম্বে সারাইয়ের ব্যবস্থা করা না হলে ঐতিহ্যপূর্ণ এই সেতুটি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ৪৩৫ জন পুলিশ কর্মকর্তাকে শুধু তদন্তের কাজে ব্যবহার করতে দিশপুরকে নির্দেশ হাইকোর্টের
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Govt all set to push for the contentious Citizenship Bill in the winter session of Parliament