অসমে ২০২০ সালের খসড়া সচিত্ৰ ভোটার তালিকা প্ৰকাশিত

অসমে ২০২০ সালের খসড়া সচিত্ৰ ভোটার তালিকা প্ৰকাশিত
Published on

গুয়াহাটিঃ অসমে ২০২০ সালের খসড়া সচিত্ৰ ভোটার তালিকা প্ৰকাশিত হয়েছে সোমবার। প্ৰকাশিত সচিত্ৰ ভোটার তালিকা অনু্যায়ী ২০১৯-এর তুলনায় রাজ্যে ভোটার বেড়েছে ১,৪৪,৫৭৩ জন। রাজ্য নির্বাচন বিভাগ জানিয়েছে যে ২০২০-র খসড়া সচিত্ৰ ভোটার তালিকা অনু্যায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২,১৯,৫০,০৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ১,১২,২০,৮৯৩ জন এবং মহিলা ভোটা হলেন ১,০৭,২৮,৭৯৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার হলেন ৪১০ জন।

২০১৯ সালের ৬ ফেব্ৰুয়ারি প্ৰকাশিত চূড়ান্ত সচিত্ৰ ভোটার তালিকা মতে,রাজ্যে মোট ভোটার ছিলেন ২,১৮,০৫,৫২৪ জন। এদিকে,দাবি ও ওজর আপত্তি দাখিলের সময়সীমা ধার্য করা হয়েছে ২০২০-র ২২ জানুয়ারি পর্যন্ত। দাবি ও ওজর আপত্তি নিষ্পত্তি করা হবে ২০২০-র ৩ ফেব্ৰুয়ারির মধ্যে। পরিপূরক প্ৰস্তুতির কাজ সম্পন্ন করা হবে ২০২০-র ১১ ফেব্ৰুয়ারির মধ্যে। চূড়ান্ত সচিত্ৰ ভোটার তালিকা প্ৰকাশ করা হবে ২০২০-র ১৪ ফেব্ৰুয়ারি।

২০২০-র খসড়া সচিত্ৰ ভোটার তালিকায় দেখা গেছে,যে দিশপুর বিধানসভা কেন্দ্ৰে সর্বোচ্চ সংখ্যক ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৮৩,৯৬৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১,৯২,৮৫৮ মহিলা ভোটার হলেন ১,৯১,০৯৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার হলেন ১০ জন। অন্যদিকে,সর্বনিম্ন ১,১০,৮০৭ জন ভোটারের নাম নথিভুক্ত হয়েছে শিবসাগর জেলার থাওরা বিধানসভা কেন্দ্ৰে। এরমধ্যে পুরুষ ভোটার ৫৬,৬৩১,মহিলা ৫৪,১৭৬ এবং তৃতীয় লিঙ্গের কোনও ভোটার নেই।

মোট ১২৬ টি বিধানসভা কেন্দ্ৰের মধ্যে ১৩টি বিধানসভা কেন্দ্ৰের ভোটার সংখ্যা নিম্নরূপ। করিমগঞ্জ জেলার রাতাবাড়ি কেন্দ্ৰে ভোটার হলেন ১,৬৩,৭৪৭ জন,কাছাড় জেলার শিলচর কেন্দ্ৰে ২,১৬,০৪০ জন,ডিমা হাসাও জেলার হাফলং(সংরক্ষিত)কেন্দ্ৰে ১,৩৮,৮১৯ জন,কার্বি আংলং জেলার ডিফু(সংরক্ষিত)কেন্দ্ৰে ১,৮৮,৪৮৮ জন,কোকরাঝাড় নির্বাচনী জেলার কোকরাঝাড় পুব(সংরক্ষিত)কেন্দ্ৰে ১,৮২,৫৮৮ জন,গোয়ালপাড়া পুব কেন্দ্ৰে ২,১০,০২৪ জন,কামরূপ মেট্ৰোর জালুকবাড়ি কেন্দ্ৰে ১,৯৩,৫৫৬ জন,গুয়াহাটি ইস্ট(কামরূপ মেট্ৰো)২,২৭,৩০৭,গুয়াহাটি পশ্চিম ২,৭৬,৬৯৬ জন,দরং জেলার মঙ্গলদৈ(এসসি)২,২৮,১৬৩,শোণিতপুর জেলার তেজপুর কেন্দ্ৰে ১,৭৮,৮৩৮ জন,নগাঁও কেন্দ্ৰে ১,৭৭,৫৪০ এবং শিবসাগরে ১,৪৮,৫২৬ জন।

বাকি ১৩টি বিধানসভা কেন্দ্ৰের মধ্যে দক্ষিণ শালমারায় ১,৭৭,১৬৮ জন,ধুবড়ি ১,৮৪,৩৩২,বঙাইগাঁও ১,৬৭,২৫৯,নলবাড়ি ১,৯৬,২০৮,গোলাঘাট ১,৯৫,৫৪৯,যোরহাট ১,৭৫,২৬৯,মাজুলি(এসটি)১,২৬,৪২৯,লখিমপুর ১,৭৫,৮৮৮ জোনাই(এসটি)২,৮৬,১০৯,ডিব্ৰুগড় ১,৪০,৪৬২,তিনসুকিয়া ১,৬৫,৭৬৯ বরপেটা ১,৯৫,৮৫৭ এবং সদিয়া ১,৭৯,০৭৯ জন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Krishak Shramik Unanyan Parishad & 7 other organizations calls for 12-hr Assam Bandh on Dec 27

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com