বুথফেরৎ সমীক্ষাঃ অসমে সুবিধাজনক স্থানে বিজেপি

বুথফেরৎ সমীক্ষাঃ অসমে সুবিধাজনক স্থানে বিজেপি
Published on

গুয়াহাটিঃ লোকসভার নির্বাচন নিয়ে বিভিন্ন মিডিয়া রবিবার তাদের বুথ ফেরৎ(এক্সিট পোল)সমীক্ষার রিপোর্ট প্ৰকাশ করে। ওই রিপোর্টে সারা দেশে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের আসন সংখ্যা বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে অসমে আখেরে কী হবে সেই চিত্ৰ কিন্তু এখনও পরিষ্কার নয়। একাংশ প্ৰচার মাধ্যম রাজ্যে বিজেপিকে এগিয়ে রাখছে। আবার অন্য কিছু সংবাদ মাধ্যমের সমীক্ষা বলছে রাজ্যে শাসক দলের আসন সংখ্যা পূর্বের চেয়ে কমছে।

এনডিটিভি তাদের বুথে ফেরৎ সমীক্ষার রিপোর্টে বলেছে,রাজ্যে বিজেপি ৯,কংগ্ৰেস-৪ ও অন্যরা ১টি আসন পাওয়ার সম্ভাবনা আছে।

টুডেজ চাণক্য-র সমীক্ষা মতে এনডিএ রাজ্যে পাচ্ছে ১০ আসন। কংগ্ৰেস ৩ এবং অন্যদের ভাগে ১টি আসন জেটার সম্ভাবনা। রিপাবলিক সি ভোটার-এর মতে বিজেপি ৮,কংগ্ৰেস ৫ এবং অন্যান্য ১টি আসন দখল করতে পারে।

এক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে এনডিএ ১২-১৪ এবং কংগ্ৰেস ২টি আসন পাওয়ার সম্ভাবনা আছে।

টাইমস নাও ভিএমআর সমীক্ষা রাজ্যে এনডিএকে ৬ আসন,কংগ্ৰেসকে ৭ এবং অন্যদের ১টি আসন দিচ্ছে।

নিউজ এক্স বিজেপিকে দিচ্ছে ৮,কংগ্ৰেসকে ৫ এবং এআইইউডিএফকে দিচ্ছে ১টি আসন। মোদ্দা কথায় অসমে বিজেপি এগিয়ে বা সুবিধাজনক অবস্থায় রয়েছে-উল্লেখ করা হয়েছে সমীক্ষার রিপোর্টে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com