‘প্ৰকৃতিকে ভালোবাসলে দেশের উত্তর পূর্বাঞ্চল সফর করুন’,জনগণের প্ৰতি আহ্বান মোদির

‘প্ৰকৃতিকে ভালোবাসলে দেশের উত্তর পূর্বাঞ্চল সফর করুন’,জনগণের প্ৰতি আহ্বান মোদির
Published on

যদি কেউ প্ৰকৃতিকে ভালোবাসেন,ভালোবাসেন সবুজে ভরা ঘন বন জঙ্গল অথবা নয়নাভিরাম প্ৰাণচঞ্চল জলপ্ৰপাত তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্ৰকৃতির এই অনন্য পরিবেশ উপভোগের জন্য দেশের উত্তর পূর্বাঞ্চল অবশ্যই পরিদর্শন করা উচিত। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি রবিবার তাঁর মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এ এই মন্তব্য করেছেন। তিনি বলেন,‘এটা উত্তর পূর্বাঞ্চলে পর্যটন ব্যবস্থাকে চাঙ্গা করে তোলার পাশাপাশি এই অঞ্চলের মানুষজনকে অর্থনৈতিক দিক থেকেও উপকৃত করবে,যা ‘এক ভারত শ্ৰেষ্ঠ ভারত’-এর স্বপ্নকে আরও বেশি শক্তিশালী করে তুলবে’।

সম্প্ৰতি অসমের গুয়াহাটিতে ‘ব্ৰহ্মপুত্ৰ পুষ্কর’ উৎসব সম্পর্কে প্ৰধানমন্ত্ৰী বলেন,রাজ্যের নগাঁও জেলার রমেশ শর্মা এই উৎসব সম্পর্কে লিখেছেন। তিনি বলেছেন,উৎসবটি অনুষ্ঠিত হয়েছে এবছরের ৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত।

দেশের বিভিন্ন প্ৰান্ত থেকে মানুষ ব্ৰহ্মপুত্ৰ পুষ্কর উৎসবে অংশগ্ৰহণ করেছেন। উৎসবের বিষয়টি গোটা দেশের সঙ্গে শেয়ার করায় মোদি তাঁর মন কি বাত মঞ্চ থেকে রমেশ শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান,প্ৰতি বছর দেশের বিভিন্ন প্ৰান্তে থাকা ১২টি বিভিন্ন নদীতে এধরনের উৎসব আয়োজন করা হবে এবং তা ১২ দিনে চলবে। কুম্ভ মেলার মতো এই উৎসবও জাতীয় ঐক্যের ধারণাকে উৎসাহিত করবে এবং ‘এক ভারত শ্ৰেষ্ঠ ভারত’-এর দর্শনকে প্ৰতিধ্বনিত করবে।

তিনি আরও বলেন,পুষ্কর এমন একটা উৎসব যা ওই নদীর বিশেষত্ব ও মহিমাকে সর্ব সমক্ষে তুলে ধরে। আমাদের জীবনের সঙ্গে নদীর গুরুত্ব অপরিসীম। প্ৰধানমন্ত্ৰী বলেন,আমাদের পূর্ব পুরুষরাও নদীর গুরুত্ব উপলব্ধি করেছিলেন এবং নদীর গুরুত্ব সম্পর্কে সমাজের বুকে একটা ইতিবাচক ধারণার জন্ম দিয়েছিলেন। নদী বরাবরই পরস্পরের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে তুলতে সাহা্য্য করে।

অসমের মানুষের উষ্ণ আতিথ্যেরও প্ৰশংসা করেছেন মোদি। সারা দেশের তীর্থযাত্ৰীদের আতিথেয়তায়ও অসম সত্যিই চমকপ্ৰদ। পরিচ্ছন্নতা ও প্লাস্টিক মুক্ত পরিবেশ সুনিশ্চিত করতে অসম নিরন্তর যে চেষ্টা করছে তারও তারিফ করেছেন মোদি।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Man Fakes his own Suicide, Got arrested in Raha

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com