রাজ্যের ৫৯৯৯টি প্ৰাথমিক বিদ্যালয় অবলুপ্ত হয়ে গেছে

রাজ্যের ৫৯৯৯টি প্ৰাথমিক বিদ্যালয় অবলুপ্ত হয়ে গেছে

গুয়াহাটিঃ বিশ্বাস করুন বা নাই করুন,২০১৭ সাল থেকে শামিলকরণ বা জুড়ে দেওয়ার নামে রাজ্যের প্ৰায় ৬০০০টি মাতৃভাষা মাধ্যমের প্ৰাথমিক বিদ্যালয় ‘অবলুপ্ত’ হয়ে গেছে। এটা অসম সাহিত্য সভা এবং স্থানীয় উপজাতি সাহিত্য সভার দাবির পরিপন্থী। দুটো সাহিত্য সভাই মাতৃভাষা মাধ্যমের স্কুল ও কলেজ স্থাপনে অধিক গুরুত্ব দিয়েছিল। সরকারি তথ্য মতে,খুব বেশি হলেও রাজ্যের ১৮৮৫টি নিম্ন প্ৰাথমিক বিদ্যালয়কে উচ্চ প্ৰাথমিক বিদ্যালয়ের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। ১২৬৭টি নিম্ন প্ৰাথমিক বিদ্যালয়কে অন্য এলপি স্কুলের সঙ্গে শামিল করা হয়েছে এবং ১০টি উচ্চ প্ৰাথমিক বিদ্যালয়কে জুড়ে দেওয়া হয়েছে অন্য উচ্চ প্ৰাথমিক বিদ্যালয়ের সঙ্গে।

সেকেন্ডারি পর্যায়ে ৮৫৩টি এলপি স্কুল এবং ১,৯৮৪টি উচ্চ প্ৰাথমিক বিদ্যালয়কে উচ্চ এবং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে শামিল করা হয়েছে। এমালগেমেশন-মার্জার প্ৰক্ৰিয়ায় মোট ৪০০৫টি এলপি স্কুল এবং ১৯৯৪টি উচ্চ প্ৰাথমিক বিদ্যালয় অবলুপ্ত হয়ে গেছে। বর্তমানে রাজ্যে ৩৬,৪৭৩টি এলপি স্কুল রয়েছে-এর মধ্যে ২৯৪১৩টি স্কুল রয়েছে সাধারণ এলাকাগুলোতে এবং ৭০৬০টি রয়েছে ষষ্ঠ তফশিল এলাকায় এবং ৫৫২৫টি উচ্চ প্ৰাথমিক স্কুল-৪৪২৩টি রয়েছে সাধারণ এলাকায় এবং ১১০২টি রয়েছে ষষ্ঠ তফশিল এলাকায়।

‘শিক্ষা ক্ষেত্ৰ’ নামে এক সরকারি বিজ্ঞপ্তি জারি হওয়ার পরিপ্ৰেক্ষিতেই স্কুল শামিলকরণ ও জুড়ে দেওয়ার প্ৰক্ৰিয়া শুরু হয়েছিল। ২০১৭ সালের জুলাইয়ে প্ৰাথমিক শিক্ষা বিভাগ ‘শিক্ষাক্ষেত্ৰ’ নামের ওই বিজ্ঞপ্তিটি জারি করেছিল। ওই নীতি অনু্যায়ী,একই চত্বরে দুটো প্ৰাথমিক বিদ্যালয় থাকা,দুটো প্ৰাথমিক বিদ্যালয়ের পরস্পরের দূরত্ব ১ কিলোমিটার,এলপি এবং ইউপি স্কুল একই চত্বরে থাকা,এলপি এবং ইউপি স্কুলের একটির থেকে অন্যটির দূরত্ব ১ কিলোমিটারের মধ্যে থাকা,একটি ক্যাম্পাসে দুটো ইউপি স্কুল থাকা ইত্যাদি স্কুলগুলোকেই শামিলকরণ এবং জুড়ে দেওয়া হয়েছে। স্থানীয় উপজাতি সাহিত্য সভার(আইটিএএএসএ)সেক্ৰেটারি জেনারেল কমলাকান্ত মুসাহারি বলেন,শামিলকরণ এবং জুড়ে দেওয়ার নামে স্কুল অবলুপ্ত করার বিরোধী আমরা। কেন্দ্ৰীয় সরকার একটা খসড়া শিক্ষানীতি প্ৰস্তুত করেছে।

সরকার বেসরকারি স্কুলগুলির পদক্ষেপ অনুসরণ করে খসড়া নীতিতে শিশুদের তিন বছর বয়সেই স্কুলে পাঠানোর পোষকতা করা হয়েছে। এরসঙ্গে সরকার অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোকে প্ৰাথমিক স্কুলের সঙ্গে জুড়ে দিতে চাইছে। বর্তমান স্থান থেকে স্কুলগুলোকে যদি শামিল করা হয়,তাহলে একটা শিশুকে ক্লাসে উপস্থিত থাকার জন্য কত কিলোমিটার হাঁটতে হবে? স্কুল শামিলকরণ বা জুড়ে দেওয়া সংবিধানের ৩৫০-এ ধারার বিরোধী। এটা ২০০৯ সালের শিক্ষা আইনের অধিকারকেও লঙ্ঘন করছে। ‘আমরা রাজ্য সরকারের কাছে দাবি করেছি কেন্দ্ৰ নতুন শিক্ষা নীতি প্ৰকাশ না করা পর্যন্ত স্কুল শামিলকরণের পন্থা আপাতত স্থগিত রাখতে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Assam Martial Arts shines at World Martial Arts Games 2019 in London

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com